সুরিয়াকুমার যাদব রীতিমত এক মিশনে নেমেছেন। যা কিছু ঘটে যাক না কেন, তিনি রান করবেনই। তাকে থামানো যাবে না কোনভাবেই। দুর্বার এক রানমেশিন বনে গেছেন ভারতীয় এই ব্যাটার। মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত স্বপ্নই যেন নির্ভর করছে সুরিয়ার ব্যাটে।
পাঞ্জাব কিংসের বিপক্ষেও রানের অদম্য ধারা চলমান সুরিয়ার। এ নিয়ে টানা ১৪ ইনিংসেই ২৫ বা তার বেশি রান করলেন সুরিয়া কুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন বিরল কীর্তি সুরিয়া গড়লেন নতুনভাবে। দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে ছাপিয়ে গেলেন সুরিয়া।
এদিনও তিনি তুলে নিয়েছেন ফিফটি। এই নিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচখানা ফিফটি তুলে নিয়েছেন সুরিয়াকুমার যাদব। প্রয়োজনের খাতিরে একটু স্লথ গতিতে রান তুলেছেন পাঞ্জাবের বিপক্ষে। তবুও তার স্ট্রাইকরেট ছিল ১৪৬ এর ঘরে।
মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারটাকে আগলে রেখে, ৫৭ রান করেছেন সুরিয়া। ৩৯ বলের ইনিংসটিতে ছয়টি চারের পাশাপাশি দুইটি ছক্কা এসেছে সুরিয়ার ব্যাট থেকে। তার দৃঢ়তার বলেই ১৮৪ রানের বেশ শক্তপোক্ত সংগ্রহ পেয়েছে। এই কাজটা তিনি এবারের আসরে বেশ নিয়ম মেনে করে আসছেন।
দলের বাকিরা ব্যর্থ হলেও সুরিয়ার ব্যাট এক মুহূর্তে জন্যে ব্যর্থ হয়নি। এবারের মৌসুমে তার ব্যাটিং গড় ৭১.১১। নূন্যতম দশ ইনিংসে ব্যাট করা ব্যাটারদের মধ্যে স্রেফ বিরাট কোহলির গড় ষাটের ঘরে। ঠিক কতটা ধারাবাহিকতা বজায় রেখেছেন সুরিয়া, তা আর না বললেও চলছে নিশ্চয়ই।
চলমান অদম্য রান মিশন কোথায় শেষ হবে তা বলা মুশকিল। তবে সুরিয়াকুমার নিশ্চয়ই নিজের এই রান তোলার ধারা অব্যাহত রাখতে চাইবেন ফাইনাল যাওয়ার পথে। শেষ অবধি শিরোপা পুনরুদ্ধারে তার ব্যাট হাসবে, তেমন প্রত্যাশাই হয়ত রাখছে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা।