চোট মাশরাফির নিত্যদিনের সঙ্গী। সেই চোট নিয়েই তিনি খেলে গিয়েছেন বছরের পর বছর। তবে এবারের বিপিএলে চূড়ান্ত রকমের আনফিট থেকেও খেলছেন ম্যাশ। শোনা যাচ্ছে, সিলেট স্ট্রাইকার্স মালিকের অনুরোধেই তিনি খেলছেন।
আর এতে যে জুনিয়র ক্রিকেটাররা সুযোগ হারানোর পাশাপাশি বিপিএলের মানও ক্ষুণ্ণ হচ্ছে, তা জানিয়ে তির্যক সমালোচনা করেছিলেন মাশরাফিরই এক সময়কার সতীর্থ ও বন্ধু মোহাম্মদ আশরাফুল। কিন্তু আশরাফুলের এমন সমালোচনার বিপরীতে বেজায় চটেছেন সিলেট স্ট্রাইকার্সের কোচিং প্যানেলের সদস্য, সাবেক পেসার সৈয়দ রাসেল।
নিজের ফেসবুক স্ট্যাটাসে এক রকম ক্ষোভ ঝেড়েছেন তিনি। আর তাতে জানা গিয়েছে, শেষবার ডিপিএলে একাদশে সুযোগ না পেয়ে ম্যাশ চলাকালীনই বাড়ি চলে গিয়েছিলেন আশরাফুল। শুধু তাই নয়, তাঁর স্বার্থপর ব্যাটিংয়ে যে বেশ ক’বার দল ডুবেছে, সেটিও জানান সৈয়দ রাসেল।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আশরাফুলের নাম ধরেই লিখেন, ‘শেষ কয়েক বছর, প্রিমিয়ার লিগ বলেন আর বিপিএল বলেন,খেলার জন্য ক্ষুণ্ণ এহেন ও কোন কাজ নেই যেটা, আশরাফুল করে নাই, শেষবার প্রিমিয়ার লিগেও তো মোহামেডানে, আশরাফুলকে ম্যাচ খেলানো হয়নি বলে, মাঠ ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল,আর নিজের রান করার জন্য টিমকে ডুবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে বেটার আর কেউ নেই বাংলাদেশে।’
তিনি আরও যোগ করেন, ‘আরে ভাই তোর তো বোঝা উচিত টিমের মালিক, যারা কিনা কোটি কোটি টাকা খরচ করছে বিপিএলে, তারাই চাইছে মাশরাফি খেলুক, সো হোয়াটস ইওর প্রবলেম?’
তবে সৈয়দ রাসেলের এই স্ট্যাটাসে এখন এক রকম প্রকাশ্য সত্যই হয়ে দাঁড়িয়েছে যে, ফ্র্যাঞ্চাইজির মালিকের অনুরোধেই মূলত খেলছেন মাশরাফি। এ ব্যাপারটা অবশ্য মাশরাফি ধোঁয়াশায় রেখেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইনজুরির কথা স্বীকার করলেও নিজের খেলা নিয়ে সেভাবে কথা বলেননি।
তবে, নিজেকে শতভাগ ফিট মানেন না মাশরাফিও। তিনি বলেন, ‘আমি যেটা মনে করেছি, এটা (চোট নিয়েও খেলা) আইডিয়াল সিচুয়েশন না। আর কে খেললে ভালো হতো সেটা পরের বিষয়, টিমের বিষয়। ওটা (নিয়ে) তো টিম কারও সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না। বাট, যেটা আপনি বলছেন, আইডিয়াল সিচুয়েশন অভিয়াসলি ওইটাই (মাশরাফির না খেলা) হওয়া উচিত।’