শান্ত ইন, জাকের আউট?

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের সময় ঘনিয়ে এলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী ৩ জানুয়ারির মধ্যেই ১৫ সদস্যের দল জমা দিতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। জানা গেছে, বিশ্বকাপে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, বাদ পড়তে পারেন জাকের আলী অনিক কিংবা শামিম হোসেন পাটোয়ারি।

জানা গেছে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ও নির্বাচক হাসিবুল হোসেন মিলে ৩০ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন। তবে দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডারের দুটি পজিশন। এই জায়গাগুলো নিয়ে এখনো নিশ্চিত নন নির্বাচকরা।

বিপিএল শুরুর পর থেকেই সিলেটে অবস্থান করছেন হাসিবুল হোসেন। অন্যদিকে গত রবিবার সিলেটে এসে সোমবারই ঢাকায় ফিরে গেছেন গাজী আশরাফ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্র জানিয়েছে, দল নিয়ে বৈঠকের উদ্দেশ্যেই হুট করে সিলেটে যান প্রধান নির্বাচক। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস দেরিতে পৌঁছানোয় সেই বৈঠক আর হয়নি। গাজী আশরাফের লিটনের সাথে বসতে আবারও সিলেটে যাবেন।

জানা গেছে, মূল স্কোয়াডের প্রায় ১৩ জন খেলোয়াড় নিশ্চিত। মিডল অর্ডারের দুটি জায়গা নিয়েই মূলত আলোচনা চলছে। সম্ভবত বিপিএলের পারফরম্যান্স দেখেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি নির্বাচক প্যানেলের কেউই। যদিও বিপিএলের পারফরম্যান্স যে বড় ভূমিকা রাখবে, সেটার ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে দৌড়ে নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কনের নাম আছে।

মিডল অর্ডারে গিয়ে বিপিএলে আশার আলো দেখাচ্ছেন পারভেজ হোসেন ইমনও। ইমনের উত্থােনের ফলে জাকের কিংবা শামিম, যে কোনো একজন বাদ পড় চলেছেন বিশ্বকাপে। সাম্প্রতিক সিরিজগুলোতে মিডল অর্ডারের ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে।

চার কিংবা পাঁচ নম্বর পজিশনে নিয়মিত খেলা তাওহীদ হৃদয় এবার বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এখন পর্যন্ত এক ম্যাচে খেলেই ১ রানে আউট হয়েছেন তিনি। একই দলে থাকা নুরুল হাসান ব্যাটিংয়ের সুযোগ পাননি। নোয়াখালীর হয়ে খেলা মাহিদুল তিন ম্যাচে করেছেন ৮৮ রান। তবে জাকের আলী এখনো খুঁজছেন নিজের ফর্ম। ঢাকা ক্যাপিটালসে খেলা শামীম হোসেনও খেলেছেন মাত্র একটি ম্যাচ।

নির্বাচকদের কিছুটা স্বস্তি এনে দিয়েছেন সিলেট টাইটান্সের ব্যাটার পারভেজ হোসেন। চার নম্বরে নেমে প্রথম ম্যাচে ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ৪১ বলে ৬০ রান। দুই ম্যাচেই উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করেছেন তিনি।

অন্যদিকে, টপ অর্ডারে নাজমুল হোসেন শান্তকে কে ফেরানোর বিষয়টিও আলোচনায় আছে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক আসরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে নিজের দাবি জোরালো করেছেন। তবে নির্বাচকদের প্রত্যাশা, শুধু এক ম্যাচ নয়—নাজমুলের কাছ থেকে চাই ধারাবাহিক পারফরম্যান্স। সব মিলিয়ে বিশ্বকাপ দল ঘোষণার আগে বিপিএলের বাকি ম্যাচগুলো হয়ে উঠছে অনেক ক্রিকেটারের জন্যই ভাগ্য নির্ধারণের মঞ্চ।

Share via
Copy link