ভারতীয় দম্ভের গায়ে একটা আঘাত হানলেন স্যাম কন্সটাস। জাসপ্রিত বুমরাহর বলকে স্কুপ ও রিভার্স স্কুপে বাউন্ডারি ছাড়া করলেন ১৯ বছরের ছোকড়া। গোটা ভারত দল অবাক। বিস্ময় নিয়ে তাকিয়ে থেকেছে গোটা বিশ্ব। ওইটুকু একটা ছেলের কি ভয়াবহ মানসিকতা! নেই কোন ভয়, নেই কোন দ্বিধা। সামনে সময়ের সেরা পেসার, তাতেও টলেনি তার মনোভাব।
এই ছেলের সাথে কিন্তু বাংলাদেশও রয়েছে জড়িয়ে। স্যাম কন্সটাসের এখন পর্যন্ত যাত্রায় নিবিড়ভাবে যুক্ত ছিলেন বাংলাদেশি তাহমিদ ইসলাম। ২০১৭ সালের দিকে বাংলাদেশের প্রথম শ্রেণি ক্রিকেট খেলেছিলেন তাহমিদ। যদিও অস্ট্রেলিয়াতেই হয়েছিল তাহমিদের ক্রিকেটের হাতে-খড়ি।
ক্র্যানব্রুক স্কুলে ভর্তি হয়েছিলেন স্যাম কন্সটাস। সেখানেই তাহমিদের সাথে পরিচয় হয় ক্ষুদে কন্সটাসের। তাহমিদ কন্সটাসের অনুশীলনের তদারকি করেছিলেন। ঠিক তখনই তাহমিদ বুঝে ফেলেছিলেন, ক্ষুদে কন্সটাস একদিন বিস্ময়ের কারণ হবেন।
মাত্র দু’টো ট্রেনিং সেশনের পরই তাহমিদ কন্সটাসের বাবার সাথে আলোচনায় বসেন। ঠিক করে ফেলেন স্যাম কন্সটাসের ভবিষ্যতের রোডম্যাপ। সেদিন থেকেই কন্সটাসের ব্যক্তিগত কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশের তাহমিদ ইসলাম।
তাহমিদ ইসলাম ২০১৭ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক দলে ছিলেন। কিন্তু সে বছর কোন প্রকার ম্যাচ খেলা হয়নি তার। এরপর অস্ট্রেলিয়ার প্রবাস জীবনে অপেশাদার ক্রিকেট খেলেছেন। তবে তার মনোযোগ ততদিনে ঝুঁকে গেছে ক্রিকেট কোচিংয়ের দিকে। তিনি আলো কাড়তে শুরু করলেন ধীরে ধীরে।
এমনকি মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। ফ্রান্সিস্কো ইউনিকর্ন্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তাহমিদ ইসলাম। কিন্তু তার কোচিং ক্যারিয়ারের পোর্টফোলিওতে বেশ গাঢ় অক্ষরেই হয়ত লেখা থাকবে কন্সটাস নামক অ্যাসাইনমেন্ট।
কেননা কন্সটাসের কারণে তাহমিদেরও জায়গা হয়েছে অস্ট্রেলিয়া জাতীয় দলের অনুশীলনে। সাধারণত জাতীয় দলে ব্যক্তিগত কোচদের সুযোগ দেওয়া হয় না। কিন্তু কন্সটাস স্পেশাল ট্যালেন্ট- সেটা সকলে উপলব্ধি করে ফেলেছে। তাছাড়া বয়সটাও কম স্যাম কন্সটাসের, তাকে একটু বাড়তি যত্ন সহকারে পরিচর্যা করা প্রয়োজন। সে কারণেই তাহমিদকে বিশেষ বিবেচনায় দলের সাথে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারে হয়ত কোন বাড়তি মাত্রা যুক্ত করতে পারেননি তাহমিদ ইসলাম। কিন্তু কোচিং ক্যারিয়ারকে যেন বর্ণিল সব রঙে রাঙিয়ে যেতে চান। সেই যাত্রায় রঙতুলি হয়েই যেন তাহমিদের হাতে ধরা দিয়েছে স্যাম কন্সটাস।