তাইজুলই এখন বাংলাদেশের ‘মেইন ম্যান’

যখন বাকিরা কাঙ্খিত সফলতার অনুসন্ধানে ব্যর্থ, তখনও আপন আলোতে উজ্জ্বল তাইজুল ইসলাম।

অবশেষে থামানো গেল শ্রীলঙ্কাকে। কৃতীত্ব ওই সেই তাইজুল ইসলামের। আরও একটি ফাইফার তুলে নিয়েছেন বা-হাতি এই স্পিনার। দিনশেষে কলম্বো টেস্টের ফলাফলে এটি ততটাও হয়ত প্রভাবক হিসেবে কাজ করবে না। তবে তিনিই যে এখন বাংলাদেশের সেরা স্পিনার- সে বিষয়টিই যেন আরও একবার প্রতিষ্ঠিত করলেন তাইজুল ইসলাম।

৪৫৮ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার দেড়শ ছাড়ানো ইনিংস ও কুশল মেন্ডিসের প্রায় ওয়ানডে ধাঁচের ব্যাটিংয়ের কল্যাণে ২১১ রানের বিশাল লিড পেয়েছে স্বাগতিকরা। তবে তৃতীয় দিনে এই লিডটা হতে পারত আরও অনেকটা বেশি। সেই সুযোগটুকু কেড়ে নিয়েছেন তাইজুল ইসলাম।

তৃতীয় দিনের শুরুতেই তাইজুল ফিরিয়েছেন দ্বিশতকের পথে ধাবিত হওয়া পাথুম নিসাঙ্কাকে। সেখানেই বরং বাংলাদেশ একটু স্বস্তি খুঁজে নিতে পেরেছে। কেননা তার দ্বিশতক বাংলাদেশকে একেবারেই ম্যাচ থেকে ছিটকে দিতে পারত।

এরপর লঙ্কানদের ইনিংসের শেষ উইকেটটিও গেছে তাইজুলের পকেটে। মাঝে অবশ্য আরও দুইটি উইকেট নিয়েছিলেন বা-হাতি এই বাংলাদেশি স্পিনার। এর মধ্যে প্রতিপক্ষের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার উইকেটটিও আছে। এমনকি শ্রীলঙ্কার ইনিংসেও প্রথম আঘাতটা তাইজুলই হেনেছিলেন দ্বিতীয় দিনে।

লাহিরু উদারার উইকেট প্রাপ্তির মধ্য দিয়ে শুরু হয় তাইজুলের ১৭তম টেস্ট ফাইফারের। শেষ অবধি অনন্য এই কীর্তি পূরণও করেন বর্ষীয়ান এই স্পিনার। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট শিকারের মাইলফলকও স্পর্শ করেছেন তাইজুল ইসলাম।

সাকিব আল হাসান পরবর্তী যুগে তাইজুল হয়ে উঠেছেন টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। একাদশে একজন স্পিনার রাখা হলে, সেটা তিনি। এই জায়গাটা অবশ্য নিজ যোগ্যতায় অর্জন করে নিয়েছেন তাইজুল ইসলাম। যখন বাকিরা কাঙ্খিত সফলতার অনুসন্ধানে ব্যর্থ, তখনও আপন আলোতে উজ্জ্বল তাইজুল ইসলাম।

ভিনদেশের মাটিতে এই নিয়ে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তাইজুল। এর আগে এই কীর্তি কেবল সাকিবেরই ছিল। তাইজুলের সামনে এবার খোদ সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে।

Share via
Copy link