তামিম কোচ হলে কিন্তু মন্দ হয় না

ঠিক সে কারণেই তামিমের কোচিং ক্যারিয়ারকেও বিবেচনায় নেওয়া উচিত। 

ধারাভাষ্যকক্ষে তামিম ইকবালের মুন্সিয়ানা প্রশংসা কুড়িয়েছে। তিনি চাইলেই বনে যেতে পারেন পুরাদস্তুর ধারাভাষ্যকার। তবে তামিমের কাছে আরও একটি বিকল্প খোলা আছে। তিনি চাইলেই হতে পারেন দক্ষ কোচ। কিন্তু সাংগঠনিক দায়িত্ব তাকে বেশ টানে। কিন্তু সে দায়িত্ব তার জন্য আদতে কতটুকু সুফল বয়ে আনতে পারে, সে প্রশ্ন থেকেই যায়।

তামিম অনুশীলনে ফিরেছেন। সম্ভবত বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য নিজেকে প্রস্তুত করতে নেমেছেন তিনি। তার সাথে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ দলের তরুণ এই ব্যাটার সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে রানের দেখা পাননি।

তাই তো নিজেকে ঝালাই করতে এসেছেন মিরপুরে। সেই জয়কে তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছিলেন তামিম। বেশ কয়েকবার বাতলে দিয়েছেন জয়ের ঠিক কি করা উচিত।

জয়ও নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছেন তামিমের পরামর্শ অনুযায়ী। ঠিক সে কারণেই হয়ত তামিমকেও কারও পরামর্শ দেওয়া উচিত, কোচ হওয়ার জন্য।

ধারাভাষ্যকক্ষে তিনি বহুবার বাংলাদেশী ব্যাটারদের দুর্বলতাগুলো তুলে ধরেছেন। তাছাড়া দীর্ঘ ক্যারিয়ার তার। এই লম্বা পথ পাড়ি দিতে গিয়ে তিনি জেনেছেন বাংলাদেশের ব্যাটারদের সীমাবদ্ধতার গল্প। টেকনিক্যাল কমতিগুলো দূর করবার উপায়ও নিশ্চয়ই জানেন তিনি। ঠিক সে কারণেই তামিমের কোচিং ক্যারিয়ারকেও বিবেচনায় নেওয়া উচিত।

এখন আলোচনার বিষয়বস্তু, তামিমের ক্যারিয়ারের ভবিষ্যত কি? তামিম নিজের অবস্থান বা পরিকল্পনা এখনও খোলাসা করেননি। খেলোয়াড়ী জীবন আর খুব বেশি দিন হয়ত দীর্ঘায়িত করবার সুযোগ নেই তামিমের সামনে। অতএব খেলোয়াড়ের জীবন থেকে অবসর নেওয়ার পর কোচিংই হতে পারে আদর্শ। তামিম কি এ বিষয়ে ভাববেন?

Share via
Copy link