ব্যাক টু ব্যাক ফিফটি থেকে বঞ্চিত হলেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় ওয়ানডেতে ৩৩ বলে ৪৬ রানের সময়োপযোগী ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন তামিম। তবে মাঝে উইকেটের অন্যপাশ থেকে, নিয়মিত বিরতিতে সর্তীথদের যাওয়া আসার মিছিলে খানিকটা চাপে পড়েন তিনি। কিন্তু ৪৬ রানের ইনিংসটায় আছে চারটা বাউন্ডারি আর দুইটা ছক্কার মার৷ ব্যাটিং পাওয়ারপ্লের সুযোগটা দুইহাতে লুফে নিয়েছেন তিনি। উইন্ডিজের পেসারদের বিপক্ষে রীতিমতো ছুরি ঘুরিয়ে রান করেছেন সমানতালে।
তামিম ভালো ব্যাটার এটা নিয়ে সন্দেহ নেই। তবে আধুনিক ক্রিকেটের চাহিদা অনুসারে স্ট্রাইক রোটেট করতে যেন তিনি হিমশিম খাচ্ছিলেন তিনি। চলতি সিরিজের প্রথম ওয়ানডেতেও তার ব্যাটিংয়ে ছিল শুভঙ্করের ফাঁকি । ইনিংসের পঞ্চাশ শতাংশের উপরে বলে তিনি রানই করতে পারেননি। ডট বলের চাপেই ব্যক্তিগত ৬০ রানে কাটা পড়েছিলেন তিনি। তবে আজ সম্পূর্ণ ভিন্নভাবে খেললেন তিনি, ডটের পরিমান কমিয়ে খেললেন প্রপার ওয়ানডে ইনিংস।
তবে শেষটা রাঙাতে পারলেননা তিনি। জাস্টিন গ্রেভসের শর্ট লেন্থের বলটা কাটই হয়ত মারতে চেয়েছিলেন। কিন্তু প্রপার টাইমিং না হওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
সব হতাশা ছাপিয়ে তানজিদের এই ফর্ম আর সময়োপযোগী ইনিংস নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির খবর। ধারাবাহিকতা ধরে রেখে সামনে আরও বড় ইনিংস খেলবেন, এটাই এখন সবার প্রত্যাশা।