‘বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না। একদম সোজা করে দিবো, চিনো আমি কে? বেশি লাগতে যায়ো না’। সাব্বির রহমানকে উদ্দেশ্য করে এভাবেই হুশিয়ার করেছেন তামিম ইকবাল খান। হুট করেই সাবেক সতীর্থের প্রতি রেগে গেলেন দেশসেরা ওপেনার।
বেশ উত্তপ্ত এক পরিবেশের সৃষ্টি হয়েছিল বটে। যদিও মাঠে সেটা আর বেশিদূর গড়ায়নি। ঘটনাটি ঘটেছে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে। ইনিংসের নবম ওভারে লং অফে বল ঠেলে দেন তামিম ইকবাল খান।
এরপর বল না কুড়িয়ে সামনের দিকে ঠেলে দিয়ে অপেক্ষা করেন সাব্বির। যেন আরও একটি রান দৌড়ে নেওয়ার আমন্ত্রণ দিলেন তিনি। সেখানেই মেজাজ হারিয়ে ফেলেন তামিম।
তারপর অনুজ সাব্বিরকে হুমকি দিয়ে বসলেন তিনি। মাঠেই শাসালেন তামিম। যদিও ঘটনাটি পরবর্তীতে বিশাল আকার ধারণ করেনি। সাব্বির তামিমের কথা শুনে উইকেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাকে বাঁধা দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে ফিল্ডিং পজিশনে ফেরত পাঠান লংকান অলরাউন্ডার।
মাঠের ভেতর ইদানিং বেশিই মেজাজ হারিয়ে ফেলছেন তামিম। সম্প্রতি অ্যালেক্স হেলসের সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তামিম। যদিও সে ঘটনায় দোষটা হেলসের ছিল বলেই জানিয়েছেন খোদ তামিম। সম্প্রতি শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম।
তাইতো বলা চলে ক্যারিয়ারের একেবারে শেষ দিকেই রয়েছেন তিনি। এই মুহূর্তে এসে প্রতিপক্ষ কিংবা সতীর্থদের সাথে সদাচারণ প্রত্যাশিত তামিমের কাছ থেকে। কিন্তু তামিম যেন হাঁটছেন উলটো পথে।