আবারও মাঠে ফিরবেন তামিম ইকবাল খান। ডাক্তাররা দিয়েছেন গ্রিন সিগনাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরোদমে হয়ত তামিমকে দেখা যাবে ক্রিকেট ময়দানে। কিন্তু তার আগে এনসিএল টি-টোয়েন্টিতেও নিজেকে বাজিয়ে দেখতে পারেন চট্টগ্রামের খান সাহেব।
মাস তিনেক আগে তপ্ত গরমের মাঝে তিনি ছিলেন ক্রিকেট ময়দানে। হুট করেই বাংলাদেশের ক্রিকেট পাড়া ছেয়ে গেল ধূসর মেঘে। তামিম ইকবাল খানের হৃদ ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল খানিকক্ষণের জন্যে। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া না হলে, হয়ত সেদিন লেখা হয়ে যেত বিদায়ের এপিটাফ।
কিন্তু না লড়াকু তামিম সেদিন মৃত্যুর সাথেও লড়াই করলেন। তিনি ফিরলেন আবার জীবনে। শরীরকে সুস্থ হওয়ার সময় দিলেন। মাঝে অবশ্য সাংগঠনিকভাবে ক্রিকেটের সাথে সম্পৃক্ত থেকেছেন।
ক্রিকেটের সাথে যে মায়ার বাঁধন, সে বাঁধন ছেড়া যে বড় দায়! তাইতো হার্ট অ্যাটাকের মাস তিনেকের মাথায় তিনি প্রস্তুত করছেন নিজেকে, মাঠে যে ফিরতে হবে।
হাত ব্যান্ডেজ পেঁচিয়ে দেশের জন্যে খেলতে নামা তামিম, এবার নামবেন স্রেফ ক্রিকেট প্রেমকে পুঁজি করে। জিমে যেতে শুরু করেছেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিজের খাদ্যাভাসেও পরিবর্তন এনেছেন। শরীরে কতটুকু চাপ দেওয়া যাবে সে মাত্রা মেনে ফিটনেস নিয়েও কাজ করতে শুরু করেছেন।
আশায় বাঁচে মানুষ। ক্রিকেট ময়দানে ফের ফেরায় আশা এখনও বাঁচিয়ে রেখেছে তামিম ইকবালকে। বিপিএলের দ্বাদশ আসরে তামিম ফিরতে চান। হাতে এখন মাস ছয়েক বাকি তার। ব্যাটিং অনুশীলনও শুরু করবেন সহসাই। আবারও স্টেপআপ করে ছক্কা হাঁকানোর অপেক্ষা।