উপভোগ করছেন শান্তরা

দরজায় কড়া নাড়ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে ক্যারিবিয়ানরা। এই সিরিজ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সাকিব আল হাসানেরও।

বহুল প্রতিক্ষিত এই সিরিজকে সামনে রেখে আজ থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনে অংশ নিয়েছিলেন প্রাথমিক স্কোয়াডে থাকা ২৪ জন ক্রিকেটার। অনেক দিন পর জাতীয় দলের অনুশীলনে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন প্রথম দিনই খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হয়েছে।

অনুশীলন শেষে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পর সবাই এক সাথে ন্যাশনাল ক্যাম্পে জয়েন করছি। খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হয়েছে এবং খুব এনজয় করছি। সবার সাথে অনেক দিন পর দেখা হলো। যদি লাস্ট টুর্নামেন্টে এক সাথে ছিলাম, কিন্তু এক সাথে ড্রেসিংরুম শেয়ার করাটা ডিফারেন্ট ফিলিংস। সো অনেক বেশি ইনজয় করছি।’

এর আগে গত আগস্টে শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছিলো বাংলাদেশ। কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ক্রিকেটারদের প্রস্তুত রাখতে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ঐ টুর্নামেন্ট দুটি প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে।

প্রস্তুতি নিয়ে এই ব্যাটসম্যান বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক বছর পর আমরা খেলবো। আমি মনে করি যে প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে। কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি আবার প্রেসিডেন্টস কাপও এক সাথে খেলছি। প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে।’

দীর্ঘ বিরতীর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সমস্যা হবে না বলে জানিয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। তিনি বলেন, ‘তারপরেও অনেক দিন পরে অবশ্যই প্র্যাকটিসে ওই জিনিস গুলো নিয়ে আলাপ আলোচনা করবো। আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। সো আমাদের প্র্যাকটিস ম্যাচগুলো যদি ভালো করতে পারি খুব বেশি সমস্য হবে না।’

১৪ ও ১৬ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়ানডে সিরিজের দল ঘোষণা করবে বাংলাদেশ। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অফ ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের সব গুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়। ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link