নেট ছাড়তেই চাইছে না ভারত

অনুশীলনের চিত্র দেখে অবশ্য বোঝার উপায় নেই প্রথম ম্যাচের একাদশে কারা থাকবেন, স্কোয়াডের প্রত্যেকেই নিজেদের উজাড় করে দিচ্ছেন। শুভমান গিল তো নেটে ব্যাট করার রেকর্ড গড়ে ফেলেছেন; রোহিত শর্মা, বিরাট কোহলি নিজেদের শানিয়ে নিয়েছেন। তবে হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ারদের ব্যাটিং ছিল দেখার মতন। অধিকাংশ ডেলিভারি মাঠের বাইরে উড়িয়ে মেরেছেন তাঁরা - ভারত কি অ্যাপ্রোচে খেলবে সেটা এখান থেকেই স্পষ্ট। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জোরেশোরেই প্রস্তুতি নিচ্ছে ভারত, দুবাইতে পা রাখার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাডেমিতে কঠোর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে তাঁরা। বোলাররা বাড়তি সময় ধরে বোলিং করছেন, ব্যাটাররা নেট বের হতে অনাগ্রহী, আবার প্রত্যেকেই ফিল্ডিংয়ের তালিম নিচ্ছেন শতভাগ দিয়ে।

অনুশীলনের চিত্র দেখে অবশ্য বোঝার উপায় নেই প্রথম ম্যাচের একাদশে কারা থাকবেন, স্কোয়াডের প্রত্যেকেই নিজেদের উজাড় করে দিচ্ছেন। শুভমান গিল তো নেটে ব্যাট করার রেকর্ড গড়ে ফেলেছেন; রোহিত শর্মা, বিরাট কোহলি নিজেদের শানিয়ে নিয়েছেন। তবে হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ারদের ব্যাটিং ছিল দেখার মতন। অধিকাংশ ডেলিভারি মাঠের বাইরে উড়িয়ে মেরেছেন তাঁরা – ভারত কি অ্যাপ্রোচে খেলবে সেটা এখান থেকেই স্পষ্ট।

বোলারদের মধ্যে মোহাম্মদ শামির ইনজুরির ছাপ পুরোপুরি না কাটলেও পুরোদমে বল করেছেন। আশ্বদীপ সিং, হার্শিত রানাও সমানতালে হাত চালিয়েছেন তাঁর সঙ্গে।

এতকিছুর মধ্যেও হাসিঠাট্টার কমতি ছিল না, ব্যাট বলের লড়াইয়ের মাঝেও কৌতুক, হাসি থেমেছিল না। এমনকি ফিল্ডিংয়ের সময় আর্শ্বদীপকে স্লেজিং করতেও দেখা গিয়েছে দলের বাকিদের। বিরাট, রোহিতের মত সিনিয়ররাও বাদ ছিলেন না; স্বয়ং ফিল্ডিং কোচ টি দিলীপও মজা করতে কমতি রাখেননি।

তবে গৌতম গম্ভীর মজার সঙ্গে সঙ্গে সিরিয়াস কাজও করেছেন; সবার সঙ্গে আলাদা কথা বলেছেন, অনুশীলন দেখেছেন নিবীড় মনোযোগ দিয়ে। সবমিলিয়ে একইসাথে উৎসবমুখর এবং গুরুত্বের সঙ্গেই প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। সম্ভাবনা আছে ম্যাচের আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। মূলত মাঠের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এমনটা করা হবে।

আগামী বিশ তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। কাগজে কলমে প্রতিপক্ষের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে তাঁরা, তবে ক্রিকেটের লড়াইয়ে বলা যায় না কিছুই। তাই কোন খুঁত রাখতে রাজি নয় নীল সৈন্যরা৷

Share via
Copy link