মিনি নিলামের ফ্র্যাঞ্চাইজির মেজর রণকৌশল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর আনুষ্ঠানিক উত্তাপটা শুরু হবে মিনি নিলাম দিয়েই। আগামী ১৬ ডিসেম্বর ছোট পরিসরে হতে যাওয়া এই আয়োজনের জন্য সবরকমই প্রস্তুতিই নেওয়া শেষ। দলগুলো প্লেয়ার ছেড়ে দেওয়া কিংবা ধরে রাখার কাজটা সেরে ফেলেছে আগেই। বাকি ঘাটতি পূরণের জন্য এখন নিলামের টেবিলে বসার অপেক্ষা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর আনুষ্ঠানিক উত্তাপটা শুরু হবে মিনি নিলাম দিয়েই। আগামী ১৬ ডিসেম্বর ছোট পরিসরে হতে যাওয়া এই আয়োজনের জন্য সবরকমই প্রস্তুতিই নেওয়া শেষ। দলগুলো প্লেয়ার ছেড়ে দেওয়া কিংবা ধরে রাখার কাজটা সেরে ফেলেছে আগেই। বাকি ঘাটতি পূরণের জন্য এখন নিলামের টেবিলে বসার অপেক্ষা। চলুন দেখে নেওয়া যাক দলগুলোর সর্বশেষ অবস্থা, পকেটে কত টাকা আছে, কতজন প্লেয়ারই বা দলে ভেড়াতে পারবে।

১০ দলের মধ্যে সর্বোচ্চ ৬৪.৩০ কোটি রুপি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। নিলাম থেকে তারা কিনতে পারবে ১৩ জন খেলোয়াড়কে, এর মধ্যে বিদেশিদের জন্য আসন ফাঁকা আছে ছয়টি। তাই তো নিলামটা ছোট পরিসরে হলেও কেকেআরের জন্য তা বড় গুরুত্ব বহন করছে।

চেন্নাই সুপার কিংসের হাতেও আছে ৪৩.৪০ কোটি রুপি। নিলাম থেকে চার বিদেশিসহ তারা দলে ভেড়াতে পারবে নয়জনকে। সানরাইজার্স হায়দ্রাবাদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নিলাম। হাতে ২৫.৫০ কোটি রুপি, দুই বিদেশিসহ তাদের হাতে সুযোগ আছে ১০ জনকে দলে টানার। কোহলির আরসিবি এবং দিল্লির হাতে প্লেয়ার নেওয়ার জন্য আটটা করে আসন ফাঁকা রয়েছে।

এছাড়া রাজস্থানের নয়, মুম্বাই-গুজরাটের পাঁচ, লখনৌ-এর ছয় এবং পাঞ্জাবের জন্য চারজন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে। টাকার অঙ্কের বিচারে অবশ্য সর্বনিম্ন অবস্থানটা মুম্বাই ইন্ডিয়ান্সেরই। তাদের হাতে আছে মাত্র ২.৭৫ কোটি রুপি।

সব মিলিয়ে কোন কোন দলের জন্য নিলামটা খুব গুরুত্বপূর্ণ, আবার কোন দলের জন্য শেষ মুহূর্তে নিজেদের স্কোয়াড আরও বেশি শক্তিশালী করা শেষ সুযোগ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link