Social Media

Light
Dark

অশ্বিন-বন্দনায় টেন্ডুলকার

ভারতের মেলবোর্নে দারুন ঘুরে দাড়ানো আর সবার মতোই মুগ্ধ করেছে দেশটির কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে। এই টেস্টের নায়কদের স্তুতিতে মেতেছেন তিনি। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন খুব প্রশংসা পেয়েছেন সাবেক এই গ্রেটের।

অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে বিধস্ত হয়ে ৮ উইকেটে হারার পর মেলবোর্নে স্বাগতিকদের সমান ব্যবধানেই হারিয়েছে ভারত। ভারতের দুর্দান্ত পারফরমেন্সের অন্যতম কারণ ছিলো স্টিভেন স্মিথকে বেঁধে রাখা। ভারতের বিপক্ষে দুই টেস্টের ৪ ইনিংসে মাত্র ৯ রান সংগ্রহ করেছে স্টিভেন স্মিথ। যার ভিতর শেষ ইনিংসেই করেছেন ৮ রান।

সিরিজে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন খুব ভুগিয়েছে স্টিভেন স্মিথকে। ২ টেস্টে অশ্বিনের ২৩ বল মোকাবেলা করে দুই বার আউট হয়েছেন সময়ের সেরা এই টেস্ট ব্যাটসম্যান। অশ্বিনের ২৩ বল মুখোমুখি হয়ে করতে পেরেছেন মাত্র ৪ রান।

অশ্বিন ও স্টিভেন স্মিথের লড়াই বিশ্লেষণ করে শচীন টেন্ডুলকার অশ্বিনের নিয়ন্ত্রণ, ভিন্নতা ও পরিকল্পনার প্রশংসা করেছেন। পিটিআইকে শচীন টেন্ডুলকার বলেন, ‘প্রথম টেস্টে স্মিথকে একটি আর্ম বল দিয়েছিলো, আপনি একে স্ট্রেইটার বলতে পারেন যা আশ্বিন আলাদাভাবে করে থাকে।’

অশ্বিন সম্পর্কে বলতে গিয়ে শচীন টেন্ডুলকার আরো বলেন, ‘দ্বিতীয় টেস্টে কোনও স্লাইডার ছিল না তবে আঙ্গুলগুলি বলের উপরে ছিল, যা বাউন্স এবং টার্ন তৈরি করেছিল। ব্যাটসম্যানকে শটস খেলাতে বোলাররা এটা করে থাকেন। আশ্বিন ও স্মিথের বিপক্ষে তাই করেছিলো এবং সেখানে  ফিল্ডার রাখা হয়েছিল। এটি আশ্বিনের একটি সুপরিকল্পিত বল ছিলো এবং সে উইকেট পেয়েছিলো। দুজনই ক্লাস খেলোয়াড়, কিন্তু এখন পর্যন্ত প্রথম দুই টেস্টে আশ্বিনই বিজয়ী হয়েছেন।’

বক্সিং ডে টেস্টে জয়ের পর শচীন টেন্ডুলকার আজিঙ্কা রাহানের অধিনায়কত্বের ও প্রশংসা করেছেন। তবে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের অধিনায়কত্বের মধ্যে তুলনা বন্ধ করতে বলেছেন।

টেন্ডুলকার বলেন, ‘এটি আমাদের দলের একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিলো। আমাদের দলটি যেভাবে খেলতে সক্ষম হয়েছে এবং আজিঙ্কা যে ভাবে দলকে নেতৃত্ব দিয়েছে তা দারুণ ছিলো। বিরাটের সাথে ওর তুলনা করা উচিত নয়। আজিঙ্কার ভিন্ন ব্যক্তিত্ব রয়েছে এবং উদ্দেশ্য ছিল আগ্রাসী। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে তারা সবাই ভারতীয় এবং তারা সবাই ভারতের হয়ে খেলে। সুতরাং কোনও ব্যক্তিই ভারতের উর্ধ্বে আসে না। দল এবং দেশ সবকিছুর উর্ধ্বে।’

সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান রাহানের ইনিংস নিয়ে বলেন, ‘আজিঙ্কা দারুণ ব্যাট করেছে, সে শান্ত ও স্বাচ্ছন্দ্যময় ছিলেন। তার আক্রমণাত্মক উদ্দেশ্য ছিল, তবে আগ্রাসন  ছিলো ভারসাম্যপূর্ণ। সুতরাং যখন বাউন্ডারি মারার বল পেয়েছে তখন সুযোগ গুলি হাতছাড়া করেননি। এবং যখন ধৈর্য ধরতে হয়েছিল তখন সে ধৈর্য ধারণ করেছিলো। ওর উদ্দেশ্য খুব ভাল ছিল।’

শুভমান গিল ও মোহাম্মাদ সিরাজের টেস্ট অভিষেক হয়েছে বক্সিং ডে টেস্টে। দলের জয়ে অবদান রেখেছেন দুজনই। প্রথম ইনিংসে ৪৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৫ রান করেন শুভমান গিল। আর ম্যাচে ৭৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন মোহাম্মাদ সিরাজ।

অভিষিক্ত দুজনকে নিয়ে শচীন টেন্ডুলকার বলেন, ‘শুভমান আত্মবিশ্বাসী এবং স্বচ্ছন্দ ছিলো। শর্ট-পিচ স্টাফের বাইরে সে বেশ ভাল শট খেলে। সিরাজ যে ভাবে বোলিং করেছে আমার কাছে মনেই হয়নি যে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলছে। যেভাবে তার প্রথম ওভারটি  করেছিলো এবং পরে ধীরে ধীরে এটি অব্যহৃত রেখেছে তাতে কখনই মনে হয়নি যে নিজের প্রথম ম্যাচ খেলছে। দুজনই পরিকল্পনা গুলো ভাল ভাবে চিন্তা করেছিলো। দুজনই অভিষেকেই তাদের পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর  ছিলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link