নিশ্চিতভাবেই ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটছে। টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিদায় যে শূন্যতা তৈরি করেছে, যেটির পূরণ সহজ হবে না। তাঁদের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার কাকে দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
স্কাই স্পোর্টস নিউজের এক প্রতিবেদন জানিয়েছে, আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের পাঁচ ম্যাচের টেস্ট স্কোয়াড খুব শীঘ্রই ঘোষণা করা হবে। সেই ঘোষণার আগেই নির্বাচকরা ‘ক্যাজুয়ালি’ কথা বলেছেন দুই সম্ভাব্য অধিনায়ক শুভমান গিল এবং ঋষাভ পান্তের সঙ্গে।
তারা দু’জনই এখন আলোচনার কেন্দ্রে। ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ নেতৃত্বে আগ্রহ না দেখানোয় গিল এবং পান্তই এখন মূল প্রতিযোগী। তবে ,সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে না।
এক নির্বাচক জানিয়েছেন, গিলের জায়গা এখনও একাদশে সব সময় নিশ্চিত নয়, তাই তাকে সহ-অধিনায়কের ভূমিকায় বেশি মানাবে। অন্যদিকে, পান্তের ফর্ম নিয়ে প্রশ্ন আছে। তবে, নেতৃত্বগুণ সাম্প্রতিককালে আলোচনার শীর্ষে। ডার্ক হর্স হিসেবে এই দৌঁড়ে আছেন লোকেশ রাহুলও।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, রোহিত শর্মা নিজে চেয়েছিলেন ইংল্যান্ড সফরে গিয়ে কিছু ম্যাচ খেলে মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে – ধোনির ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরের মতো।
কিন্তু, বিসিসিআই এই প্রস্তাব নাকচ করে দেয়। বোর্ডের মতে, সিরিজে নেতৃত্বে এক ধরনের ধারাবাহিকতা প্রয়োজন। রোহিত সেই প্রস্তাব না মেনে সরাসরি অবসর ঘোষণা করেন।
রোহিতের বিদায়ের মাত্র পাঁচ দিন পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলিও। দুই মহারথীর টেস্ট এবং টি-টোয়েন্টি অধ্যায় শেষ, এখন শুধু একদিনের ক্রিকেটেই দেখা যাবে তাঁদের।
ভারতীয় ক্রিকেট এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। পুরোনো রাজত্বের পতনের পর কে হবেন এই নবযুগের সেনাপতি? গিল না পান্ত? উত্তরের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।