ইংল্যান্ড-ভারত মহারণের সব আলো যখন মাঠের খেলায়, তখনই ক্যামেরা লেন্স খুঁজে নিল মাহেন্দ্র সিং ধোনিকে। না, তিনি মাঠে বসে খেলা দেখছেন না, তবুও যেন সবটা জুড়ে আছেন। লিডস শহরে এক ক্যাফের কাচের দেয়ালে ভারতের এই কিংবদন্তিকে উৎসর্গ করা একটি বার্তায় তিনি আছেন।
বার্তাটি ছিল এমন— ধন্যবাদ ইংল্যান্ড, ক্রিকেটের জন্য। ধন্যবাদ ক্রিকেট, এমএস ধোনির জন্য।
ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং ধোনির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই লেখা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটির ছবি ছড়িয়ে পড়ে খুব দ্রুত। ভারতীয় ভক্তরা এই শ্রদ্ধাবার্তাকে দেখছেন ধোনির প্রতি বিশ্বজুড়ে ভালোবাসার প্রতিফলন হিসেবে।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি—তিনটি আইসিসি শিরোপা জিতে ধোনি হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক।
তাই তো ২০২০ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনির প্রভাব আজও অনুভব করে ক্রিকেট বিশ্ব।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ধোনিকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করেছে। এই সম্মানজনক তালিকায় একাদশতম ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট ছাপিয়ে ধোনি এক আলাদা চরিত্র হয়ে দাঁড়িয়েছেন। সীমানার গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছেন সব জায়গায়। কিংবদন্তিরা বুঝি এমনই হয়, কিংবদন্তিদের হয়তো এভাবেই মনে রাখা যায়!