দ্যাটস জিসান আলম ফর ইউ!

ঝড় তুলবেন ইনিংসের গোড়ায়। প্রতিপক্ষের গ্রাস থেকে ম্যাচ বের কের ফেলবেন এক ঝটকায়। অসহায় হয়ে মাথা চুলকাবেন বোলাররা। টি-টোয়েন্টিতে এমন একজন ভয়ডরহীন ব্যাটার বাংলাদেশের জন্য আজন্ম এক স্বপ্ন।

অধরা সেই স্বপ্নটাই এখন হাতের মুঠোয়। তৈরি হচ্ছেন জিসান আলম। আর এরই ধারাবাহিকতায় টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে গেছেন এই তরুণ তারকা।

লোকে বলে ‘স্টারকিড’দের ভবিষ্যৎ উজ্জ্বল নয়! সাবেক উইকেটরক্ষক জাহাঙ্গীর আলমের পূত্র জিসান আলম এই কথাটাকে ভুল প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। এবার তাঁর সুবাদেই এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম দিনেই আসরের প্রথম সেঞ্চুরির দেখা মিল।

৫২ বলে তিনি পৌঁছে যান স্বপ্নের মাইলফলকে। সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে হাকান মাত্র চারটি চার। ছক্কা হাকান আকাশচুম্বি পরিমানের। ১০ টি! মানে কেবল ছক্কা থেকেই তিনি করেন ৬০ রান।

সেই তুলনায় ডট একটু বেশিই। ১৫ টি। আসলে জিসান আলমের শুরুটা হয়েছে রয়ে সয়ে। ধীরে ধীরে তিনি উইকেটে থিতু হয়ে তিনি একের পর এক স্ট্রোক খেলে উঠে যান রানের পাহাড়ে।

এর মধ্যে টানা সাত বলে হাঁকান ছক্কা। মাঝে একটা ওয়াইড ছিল। এক চেয়ে দারুণ আর কিই বা হতে পারে! সেঞ্চুরি করার পরের ডেলিভারিতেই জিসান ফিরে যান সাজঘরে। এর আগে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির বাংলাদেশি ব্যাটারদের তালিকায় নিজেকে রেখে যান চতুর্থ স্থানে।

সবার ওপরে আছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে, ২০২০ সালে। এছাড়া তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন যথাক্রমে ৫০ ও ৫১ বলে। সেই তালিকায় এবার যোগ হল জিসানের নাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাক অব লেংথ বলে বোলার হারিস রউফের মাথার ওপর দিয়ে ছক্কা মেরেছিলেন। ঢাকা বিভাগের সুমন খানের বলেও হুবহু একইভাবে ছক্কা মারলেন সিলেটের জিসান আলম। সত্যিই তিনি বিশাল এক প্রতিভা, এই প্রতিভা যথার্থ পরিচর্যার দাবী রাখে!

Share via
Copy link