বিপিএলকে ‘সার্কাস লিগ’ মনে করেন হাতুরুসিংহে!

বিপিএল নিয়ে সূচনালগ্ন থেকেই যেন প্রশ্ন কিংবা আলোচনা, সমালোচনার কোনো অন্ত নেই। টুর্নামেন্টটির প্রায় ১০টা আসর শেষ হতে চললেও, এখনও ফ্র্যাঞ্চাইজি লিগের মানের দিক দিয়ে থেকে গিয়েছে তলানির দিকেই। তবে কখনোই বিসিবি সংশ্লিষ্ট কেউই সেই ব্যর্থতার কথা স্বীকার করেনি।

কিন্তু, এবার রীতিমত বিপিএলের কার্যকারিতা ও মান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে। শুধু প্রশ্ন নয়, রীতিমত বিপিএলকে শূলে চড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লঙ্কান এ কোচ। বিপিএল চলাকালে প্রায় পুরোটা সময় ছুটিতেই ছিলেন হাতুরুসিংহে। তবে বিপিএল শেষের পরেই আবার শ্রীলঙ্কা সিরিজ।

তাই সেই সিরিজকে সামনে রেখে কয়েকদিন আগে তিনি ঢাকায় পা রেখেছেন। আর পা রেখেই বিপিএলকে নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান এ কোচ। হাতুরুর বিরক্তি নাকি এমন পর্যায়ে চলে গিয়েছে যে, টেলিভিশনের রিমোটের বাটন চাপতে চাপতে বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন!

লঙ্কান এ কোচ মনে করেন, একটা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ মূলত তরুণ ক্রিকেটার তৈরির প্রধান মঞ্চ হয়। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের ওপর। এ নিয়ে তিনি কোনো রকম রাখঢাক না রেখেই বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগলেও বলব, বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। এমন কিছু খেলোয়াড় খেলছে, যারা এই ফরম্যাটে কোনো মানেরই ক্রিকেটার নয়।’

বিপিএল চলাকালীন সময়েই আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলেছে। এমনকি এখন চলছে পাকিস্তান সুপার লিগের খেলা। মূলত এ কারণেই এবার বিপিএলের পুরোটা সময়ে নির্দিষ্ট কোনো বিদেশিকে পাওয়া যায়নি।  এভাবে একসঙ্গে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পরিচালনার বিষয়ে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিৎ বলেও মনে করেন এই লঙ্কান কোচ।

তিনি বলেন,  ‘আইসিসির কিছু পদক্ষেপ নেওয়া উচিৎ। এমন কিছু নিয়ম বেধে দেওয়া যেতে পারে, যে একজন ক্রিকেটার নির্দিষ্ট সময়ে একটি টুর্নামেন্টেই অংশ নিতে পারবে, তারপর সেটি শেষ হলে অন্যটিতে। না হলে এখন যা অবস্থা এটি সার্কাসে পরিণত হয়ে যাবে।’

বিপিএলের কীভাবে মানোন্নয়ন করা যায় এ ব্যাপারে লঙ্কান এ কোচ বলেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা। ম্যাচে ইম্প্যাক্ট রাখার সুযোগ পাওয়া। বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। এগুলো হলেই খেলোয়াড়রা শেখার একটা জায়গা পাবে। কিন্তু আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।’

বিপিএলের পাশাপাশি আরও একটি টুর্নামেন্টের দাবি জানিয়ে হাতুরুসিংহে আরও বলেন, ‘আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে। এমনটা হলে, কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে?’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link