২০২৩ সালে ভারতে বসবে আইপিএলের ১৫তম আসর। ২০০৮ সালে যাত্রা শুরু করার পর এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা ক্রমশই বেড়েছে। আইপিএলের এবারের আসরে টেলিভিশন ব্রডকাস্টিংয়ের রাইট পেয়েছে স্টার স্পোর্টস।
নতুন মৌসুম শুরুর আগে তাঁরা আয়োজন করেছিল আইপিএল ইতিহাসের সেরা তারকাদের নিয়ে এক অনুষ্ঠানের। সেখানেই বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয় ক্রিকেটারদের। আসুন দেখে নেয়া যাক, কোন কোন ক্রিকেটার পুরষ্কার জিতলেন এই অনুষ্ঠানে।
- সেরা অধিনায়ক – রোহিত শর্মা
আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সের কাপ্তান রোহিত শর্মা। বর্তমানে ভারতের অধিনায়ক রোহিত মুম্বাইকে পাঁচবার জিতিয়েছেন আইপিএলের শিরোপা। সুতরাং সেরা অধিনায়কের পুরষ্কারটা তাঁর হাতেই উঠবে এ আর আশ্চর্যের কি!
পুরষ্কার জেতার পর সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমাকে সমর্থন এবং ভোট দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এবং ফ্যাঞ্চাইজি দুই পক্ষের জন্যই এটা গর্বের। সমর্থকরাই দলের সবচেয়ে বড় শক্তি।”
রোহিত আরো বলেন, “গত বছরগুলোতে আমাদের উত্থান – পতনের মাঝেও সমর্থকরা আমাদের সমর্থন দিয়ে গিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। প্রতিবার আমরা যখন মুম্বাইয়ের জার্সি গায়ে মাঠে নামি, সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের সেরাটা ঢেলে দেই। সামনের দিনগুলোতেও আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবো।”
- সেরা ব্যাটার – এবি ডি ভিলিয়ার্স
আইপিএল ক্যারিয়ারের পুরোটা জুড়েই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অবিচ্ছেদ্য অংশ ছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। নিজের দিনে একাই ম্যাচের চিত্রনাট্য বদলে দেবার সামর্থ্য রাখতেন এই প্রোটিয়া ব্যাটার। মাঠের যে কোনো দিকে শট খেলতে পারার সুবাদে ভক্তরা তাঁকে ডাকতেন মি ৩৬০ নামে।
এদিন ডি ভিলিয়ার্সকে সেরা ব্যাটারের পুরষ্কার তুলে দেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। কেবল ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়ে দারুণ সব ক্যাচ লুফে নেবার নজির আছে ডি ভিলিয়ার্সের।
- সেরা বোলার – জাসপ্রিত বুমরাহ
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের প্রাণ জাসপ্রিত বুমরাহ জিতেছেন সেরা বোলারের খেতাব। এই ক্যাটাগরিতে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইনের সাথে জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাঁর।
ডেথ ওভারে দুর্দান্ত সব ইয়র্কার দিতে বুমরাহর জুড়ি মেলা ভার। লাসিথ মালিঙ্গার ছায়ায় আইপিএল ক্যারিয়ার শুরু করলেও ক্রমেই জানান দিয়েছেন আপন প্রতিভার। বনে গেছেন আইপিএল ইতিহাসের অন্যতম সেরা তারকা।
- সেরা ইম্প্যাক্ট ক্রিকেটার – আন্দ্রে রাসেল
কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল জিতেছেন সেরা ইম্প্যাক্ট ক্রিকেটারের খেতাব। ব্যাট কিংবা বল – দুই জায়গাতেই কলকাতার অন্যতম সেরা পারফর্মার তিনি। মারকুটে সব ব্যাটিং পারফরম্যান্স দিয়ে বিভিন্ন সময়ে নিশ্চিত হারা ম্যাচ জিতিয়েছেন কলকাতাকে। এই তালিকায় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চেন্নাই সুপার কিংসের অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।
- এক মৌসুমে সেরা ব্যাটিং পারফরম্যান্স – বিরাট কোহলি
২০১৬ সালে বিরাট কোহলি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে রীতিমত ব্র্যাডম্যানীয় গড়ে রান করেছিলেন। সেই পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে এক মৌসুমে সেরা ব্যাটিং পারফরম্যান্সের খেতাব। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন ২০১১ মৌসুমে একই দলের হয়ে পারফর্ম করা ক্রিস গেইলকে।
সেবারের মৌসুমে ব্যাঙ্গালুরুকে ফাইনালে তোলার পথে কোহলি ৯৭৩ রান করেন। যদিও ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।
- এক মৌসুমে সেরা বোলিং পারফরম্যান্স – সুনীল নারাইন
২০১২ সালে নিজের প্রথম মৌসুমেই আলোড়ন ফেলে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন। মাত্র ৫.৪ ইকোনমিতে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়ে কলকাতাকে জিতিয়েছিলেন তাঁদের ইতিহাসের প্রথম আইপিএল শিরোপা। সেই পারফরম্যান্সের সুবাদে এদিন নারাইন জিতে নেন এক মৌসুমে সেরা বোলিং পারফরম্যান্সের পুরষ্কার।