মুম্বাই থেকে চেন্নাইয়ে এসে ব্রেভিস দেখালেন সামর্থ্যের ঝলক

বেবি এবি, অবশেষে দেখালেন নিজের সামর্থ্যের ছবি। তবে দুঃখজনক হলেও সত্য- এই খেলোয়াড়কে আবার দলে ফেরাতে রীতিমত যুদ্ধ করতে হবে চেন্নাইকে।

বেবি এবি, অবশেষে দেখালেন নিজের সামর্থ্যের ছবি। চেন্নাই সুপার কিংসে যুক্ত হয়েছিলেন বদলি হিসেবে। তবে দুঃখজনক হলেও সত্য- এই খেলোয়াড়কে আবার দলে ফেরাতে রীতিমত যুদ্ধ করতে হবে চেন্নাইকে। নিজের ব্রেকআউট টুর্নামেন্টে এতটা জৌলুস ছড়িয়েছেন ব্রেভিস।

গুজরাট টাইটান্স, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশীপ দাবিদার। এই দলের বিপক্ষেও ধুন্ধুমার এক ফিফটি তুলে নিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। স্রেফ ২৩টা বলের একটা ঝড় বয়ে গেল বাইশ গজে। বাউন্ডারির ঝঙ্কারে মৌসুমের শেষ ম্যাচে তিনি রান তুললেন ২৪৭ স্ট্রাইকরেটে।

৫৭ রানে আউট হয়েছেন তিনি। পাঁচটি ছক্কা ও চারটি চার হাঁকিয়েছেন তিনি। চেন্নাইয়ের সংগ্রহকে ২৩০ অবধি নিয়ে যেতে দারুণভাবে সাহায্য করেছেন প্রোটিয়া এই তরুণ ব্যাটার। এ কাজটা মৌসুমের মাঝপথে দলের সাথে যুক্ত হয়েই করেছেন বেশ ধারাবাহিকভাবে।

২০২৫ সালের মেগা নিলাম থেকে দল পাননি ডেওয়াল্ড ব্রেভিস। তার কারণ ছিল গেল দুই আসরে তার পারফরমেন্সের বেহাল দশা। বেশ ঘটা করে, আলোড়ন ছড়িয়ে ব্রেভিসকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু নীল জার্সিতে সুযোগ পেয়েও তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। কিন্তু প্রতিভার কমতি নেই তার, শুধু শুধু তো আর তাকে দ্য গ্রেট এবি ডি ভিলিয়ার্সের ছোট ভার্শন বলা হয় না।

তার গায়ে লেপ্টে থাকা ‘বেবি এবি’ তকমা যে মিথ্যে নয়, সেটাই প্রমাণ করলেন তিনি চেন্নাইয়ের হলুদীয়া জার্সি গায়ে। এবারের মৌসুমে স্রেফ ছয় ম্যাচ খেলেই তিনি চেন্নাইয়ের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন। দুইটি ফিফটির কল্যাণে ২২৫ রান করেছেন তিনি ১৮০ স্ট্রাইকরেটে।

এইটুকু পরিসংখ্যান তার সামর্থ্য প্রমাণের জন্যে যথেষ্ট। পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটির এবারের আইপিএল যাত্রা কেটেছে ভীষণ বাজে। পরের আসরে তারা আরও শক্তিশালী হতে চাইবে। নিঃসন্দেহে তাদের পছন্দের তালিকায় ডেওয়াল্ড ব্রেভিস থাকবেন। কিন্তু তাকে দলে নেওয়া মোটেও সহজ হবে না।

মৌসুমের মাঝপথে তাকে বদলি হিসেবে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএলের নিয়মানুসারে তাকে দলে রেখে দেওয়ার সুযোগ নেই চেন্নাইয়ের সামনে। অতএব ব্রেভিস চলে যাবেন নিলামে তালিকায়। এমন দারুণ পারফরম করা খেলোয়াড়ের যে চাহিদা থাকবে আকাশচুম্বী সেটা তো অনুমিতই।

Share via
Copy link