বিরাট কোহলি নামক বিস্তৃণ আকাশে দেখা দিয়েছে গোধূলী রেখা। সময় ফুরিয়ে আসছে। কিন্তু ফুরিয়ে আসা সময়ের সাথেও পাল্লা দিয়ে চলেছেন দুর্বার বিরাট কোহলি। লক্ষ্য তার একটাই- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে শিরোপা জয়। লক্ষ্য়ে অনড় বিরাট তাই ব্যাট হাতে নিজেকে ছাপিয়ে যাওয়ার মিশনে নেমেছেন।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু রয়েছে দারুণ ছন্দে। টেবিলের দুই নম্বরে স্থানে থেকে নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ার। আর এই দুর্দমনীয় যাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিংবদন্তি বিরাট কোহলি। এখন অবধি ব্যাঙ্গালুরু জয়ে ৫২৯ রান এসেছে বিরাটের ব্যাট থেকে।
স্রেফ ৭৯টি রান তিনি করেছেন পরাজিত ম্যাচের প্রেক্ষাপটে। অর্থাৎ ব্যাট হাতে রানের ফোয়ারা ফুটিয়ে ব্যাঙ্গালুরুর জয়ের ভীত গড়ে দেওয়ার কাজটা তিনি করে গেছেন। ধারাবাহিকতার অনন্য নিদর্শন স্থাপনেও যে বিরাট এক ও অদ্বিতীয়। পাঁচটি ভিন্ন আইপিএল মৌসুমে ৬০০ এর বেশি রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে ২০২৩ থেকে ২০২৫ এই তিন বছরেই ৬০০ রানের গণ্ডি ছাড়িয়েছেন তিনি।
এর থেকে বেশি কিছু তিনি আর কিই বা করতে পারতেন। চলতি আসরে রান করছেন তিনি ৬০.২০ গড়ে। আইপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহকদের মধ্যে তার গড় দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু হাফসেঞ্চুরি করার দিক থেকে তিনি এগিয়ে সবার থেকে।
আট খানা হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তাতে করে আরও এক রেকর্ডে পড়েছে বিরাটের চরণধুলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ অর্ধশতকটাও নিজের দখলে নিয়েছেন বিরাট। পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নারকে। ৬৩টি হাফসেঞ্চুরি নিয়ে তার অবস্থান সবার উপরে।
বিরাট কোহলি প্রতিবারই নিজের মত করে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কেন যেন শিরোপা এসে ধরা দেয় না তার হাতে। এই এক আইপিএল শিরোপাই তার ক্যারিয়ারের অপ্রাপ্তির আক্ষেপের সমস্ত গল্প জুড়ে অবস্থান করছে। তিনবার ফাইনালে পৌঁছালেও, শিরোপার সাথে একহাত দূরত্ব হয়েছে কয়েক ক্রোশ।
ব্যর্থতার গল্প শেষে লিওনেল মেসিও তো পেয়েছিলেন অমরত্ব। শ্রেষ্ঠত্বের নিরিখে বিরাট কোহলিকে বঞ্চিত নিশ্চয়ই হতে দেখতে চায় না কেউ। ব্যাঙ্গালুরু এবারও আশায় বুক বেঁধেছে। মুখে না বললেও অন্তরে নিশ্চয়ই বলে যাচ্ছে- ‘ইয়ে সালা কাপ নামদে’, অন্তত বিরাটের জন্যে।