বিশ্বসেরা ফুটবলারদের একজন তিনি। তারুণ্যেই জিতে ফেলেছেন বিশ্ব ফুটবলের মন। অথচ, সেই কিলিয়ান এমবাপ্পেই বর্তমানে কঠিন সময় পার করছেন। একসময় তার দাপুটে খেলা দর্শকদের মুগ্ধ করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফর্ম্যান্সের ধাঁর কিছুটা কমে গেছে।
এমবাপ্রে সাম্প্রতিক এই পতন তার ক্লাব এবং দেশীয় দলের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিঁয়ের দেশ্যমও স্বীকার করেছেন। আধুনিক ফুটবলারদের জীবন কঠিন হয়ে পড়েছে, যেখানে অতিরিক্ত চাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের নজরদারি এবং ঘন ঘন ম্যাচের সময়সূচি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।
দেশাম্প এমবাপ্পের সমস্যা স্পষ্টভাবে উল্লেখ না করলেও, তিনি ইঙ্গিত করেছেন যে, একজন স্ট্রাইকার হিসেবে খেলা তার জন্য কঠিন হতে পারে। রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমাও একই মত পোষণ করেন।
তিনি মনে করেন এমবাপ্পে সেরা খেলা প্রদর্শন করেন যখন তার পাশে আরেকজন স্ট্রাইকার থাকে। যেমন ফ্রান্স দলে অলিভিয়ার জিরুদের সঙ্গে তার জুটি ছিল। কিন্তু জিরুদের অবসর নেওয়ার পর, এমবাপ্পেকে একাই স্ট্রাইকারের দায়িত্ব নিতে হচ্ছে।
এই কৌশলগত বাধা কেবল জাতীয় দলের ক্ষেত্রেই নয়। রিয়াল মাদ্রিদেও দেখা যায়। ভিনিসিয়াস জুনিয়রের উপস্থিতিতে এমবাপ্পেকে স্ট্রাইকার হিসেবে খেলতে হচ্ছে। তার জন্য এই বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। যদিও এমবাপ্পে উইংয়ে খেলতে পারে। তবে তার সেরা পারফর্ম্যান্স আসে যখন তাকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়া হয়।
এই সমস্যাগুলো সত্ত্বেও, এমবাপ্পে এখনও বিশ্বমানের একজন ফুটবলার। সাম্প্রতিক সময়ে তার পারফর্ম্যান্সের ধারাবাহিকতা যদিও কিছুটা কমে গেছে। কিন্তু, তাঁর প্রতিভা অবিস্মরণীয়। তিনি তার নতুন ভূমিকায় মানিয়ে নিতে পারবেন, আবারও তার সেরা ফর্ম ফিরিয়ে আনতে পারবেন কিনা, তা সময়ই বলবে।