জশ বাটলারের ওয়ানডে ক্যারিয়ারই শেষ

জশ বাটলার কি তবে নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ দেখে ফেললেন? এবার কি জশ বাটলারকে ছাড়াই ওয়ানডে ক্রিকেটে নিজেদের পরিকল্পনা সাজাবে ইংল্যান্ড? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ইনিংস কিংবা গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যেভাবে ব্যাট করলেন - তাতে আসলে জশ বাটলার নিজেও তাঁর ইতি নিয়ে ভাবতে পারেন।

জশ বাটলার কি তবে নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ দেখে ফেললেন? এবার কি জশ বাটলারকে ছাড়াই ওয়ানডে ক্রিকেটে নিজেদের পরিকল্পনা সাজাবে ইংল্যান্ড? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ইনিংস কিংবা গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যেভাবে ব্যাট করলেন – তাতে আসলে জশ বাটলার নিজেও তাঁর ইতি নিয়ে ভাবতে পারেন।

তিনি না ভাবলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) ভাবা উচিৎ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৭৯ রানেই অলআউট হয় ইংল্যান্ড। চূড়ান্ত বিপর্যয়। আগের দিনই অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাটলার টুর্নামেন্টে নিজের সবচেয়ে বাজে দিনটাই দেখলেন।

ব্যাট হাতেও করে যাচ্ছেন সেকেলে ব্যাটিং। এবার করাচিতে ৪৩ বলে করেছেন ২১ রান। স্ট্রাইক রেট ৫০-এরও কম। ১৭৯ রানের দলীয় সংগ্রহে এটাতে কোনো কিছুই যায় আসে না। তবে তিনিই যে দলের সবচেয়ে দূর্বল অংশ এই মুহূর্তে সেটা আর বলার অপেক্ষা রাখে না। রান কম করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের গতি কমায়নি ইংল্যান্ড। তবে, ব্যতিক্রম ছিলেন কেবল বাটলার।

তিনি রান তুলতে হিমশিম খেয়েছেন। সেটা পুরো আসর জুড়েই খেয়েছেন। কোনো ম্যাচেই নিজের মত করে ঝলসে উঠেনি তাঁর ব্যাট। আফগানদের বিপক্ষে ৪২ বলে করেন ৩৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বলে ২৩ রান – চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টো ম্যাচই জিততে পারত ইংল্যান্ড। পারেনি বাটলারের জন্য।

আইসিসি ইভেন্টে এমন পারফরম করা একজন ব্যাটারকে ইংল্যান্ডের টেনে নিয়ে যাওয়ার কথা নয়। তিনি আর ওয়ানডের অধিনায়ক নন। শুধু অধিনায়ক হিসেবে নয়, খেলোয়াড় হিসেবেও সম্ভবত ওয়ানডেতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন বাটলার।

Share via
Copy link