ভালবাসা ও নেইমারের মাঝে ভাগ্যের দেয়াল

এবারও কি তাহলে শেষ কথা নয়? নেইমার কি আবারও ফিরবেন? তিনি তো সবসময়ই ফিরে এসেছেন, লড়াই করেছেন, কিন্তু বারবার বিধ্বস্তও হয়েছেন। এই চোট আর ব্যর্থতার দোলাচলে নেইমারের ক্যারিয়ারের শেষ অধ্যায় কি লেখা হয়ে যাচ্ছে ধীরে ধীরে? নাকি এখনও বাকি আছে তাঁর আরেকটা মহাকাব্যিক ফেরার গল্প?

ফুটবল ভালোবাসে নেইমারকে, নেইমার ভালোবাসে ফুটবলকে। কিন্তু, এই দুই পক্ষের ভালবাসার মধ্যে দেয়াল তুলে দাঁড়িয়ে আছেন ভাগ্যবিধাতা। আরও একবার ফিরে এসেছিলেন নেইমার। স্বপ্ন নিয়ে, প্রত্যাশা নিয়ে, হলুদ জার্সিতে নতুন করে জ্বলে ওঠার তীব্র বাসনা নিয়ে। কিন্তু ফেরার পথেই যেন রচনা হলো নতুন এক ট্র্যাজেডি। আবারও চোট, আবারও স্বপ্নভঙ্গ!

১৬ মাস পর ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে নামার কথা ছিল তাঁর। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন, ‘নেইমার ম্যাজিক’ দেখার জন্য। কিন্তু ঠিক তখনই বাস্তবতা যেন ঘুম ভাঙিয়ে জানিয়ে দিল—তোমার সময় এখনো আসেনি।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান নেইমার। লম্বা পুনর্বাসন শেষে ফিরলেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে, যেন নিজের শেকড়ে ফিরে নতুন করে পথচলা শুরু করতে চান। প্রথম সাত ম্যাচে তিন গোল, তিন অ্যাসিস্ট—সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল। জাতীয় দলে ডাকও এলো, আবারও ব্রাজিলের হয়ে মাঠে নামার স্বপ্নটা সত্যি হওয়ার পথে ছিল।

কিন্তু ফুটবল দেবতা যেন আবারও নিষ্ঠুর হলেন নেইমারের প্রতি। ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে আবারও পেশিতে টান পড়ল। এক মুহূর্তে সব কিছু ওলট-পালট। বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়লেন তিনি, জায়গা পেলেন উঠতি তারকা এন্ড্রিক ফেলিপে।

নেইমারের ক্যারিয়ারের গল্পটা যেন বারবার একই দিকে মোড় নেয়—প্রতিশ্রুতি, প্রত্যাবর্তন, চোট, স্বপ্নভঙ্গ। ফুটবলে চোট নতুন কিছু নয়, কিন্তু নেইমারের ক্ষেত্রে বিষয়টা যেন এক দুঃস্বপ্নে রূপ নিয়েছে। প্রত্যেকবার যখনই তিনি নতুন উদ্যমে ফিরতে চান, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আবারও তাঁকে থামিয়ে দেয়।

এবারও কি তাহলে শেষ কথা নয়? নেইমার কি আবারও ফিরবেন? তিনি তো সবসময়ই ফিরে এসেছেন, লড়াই করেছেন, কিন্তু বারবার বিধ্বস্তও হয়েছেন। এই চোট আর ব্যর্থতার দোলাচলে নেইমারের ক্যারিয়ারের শেষ অধ্যায় কি লেখা হয়ে যাচ্ছে ধীরে ধীরে? নাকি এখনও বাকি আছে তাঁর আরেকটা মহাকাব্যিক ফেরার গল্প?

Share via
Copy link