বোল্ট-সাউদি যুগলের অন্তিম অধ্যায়

দীর্ঘদিন যাবত নিউজিল্যান্ডের হয়ে পেস বোলিং ইউনিটের প্রতিনিধিত্ব করেছেন, জিতেছেন-হেরেছেন, বাগিয়েছেন উইকেট। তবে কিউই পেসার ট্রেন্ট বোল্ট ঘোষণা দিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ বিশ্বকাপ ছিল। এর মাধ্যমেই ১৩ বছর ধরে চলমান অন্যতম সফল ট্রেন্ট বোল্ট-টিম সাউদি জুটিরও অবসান ঘটল।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল দুই বোলার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘ সময় ধরে বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন তাঁরা। নতুন বলে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বহুবার দুঃস্বপ্নের কারণ হয়েছেন এই জুটি। বিশ্বের শীর্ষ সব ব্যাটারকে তাদের সুইংয়ের সামনে পরাস্ত হতে হয়েছে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁদের বোলিংয়ে বিপাকে পড়েছেন বিপক্ষ দলের ব্যাটাররা। বিশ্বকাপে তাঁদের সর্বশেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষেও দেখা মিলল তাঁদের নিখুঁত বোলিংয়ের। ম্যাচটি নিউজিল্যান্ড জিতলেও পরবর্তী রাউন্ডে উঠতে ব্যার্থ হয় তারা।

বোল্টের বিদায় নিউজিল্যান্ডের শিবিরে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। বিশেষ করে যখন তারা চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হয়। ২০১৫ সাল থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড।

আর বেশিরভাগ সময়েই দলে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বোল্ট এবং সাউদি। পাপুয়া নিউগিনির বিপ ক্ষে শেষ ম্যাচেও এই জুটি তাদের ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

নিজের শেষ ম্যাচ সম্পর্কে বোল্ট বলেন, ‘এটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে, গত কিছুদিন থেকেই আমার আবেগ কাজ করছে। তবে আমি আর ফিরে যেতে পারব না। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে আমি যা করেছি তার জন্য সত্যিই আমি গর্বিত এবং দুঃখিত যে তাদের সাথে এটাই আমার শেষ দিন।’
আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে নিউজিল্যান্ডের।


দীর্ঘ ১৩ বছর নিউজিল্যান্ডের নতুন বলে নেতৃত্ব দিয়েছেন বোল্ট-সাউদি জুটি। তাঁদের নিক্ষেপ করা আগুনের গোলায় পরাস্ত হয়েছেন বিশ্বের টপ অর্ডার ব্যাটররা। ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল বোলিং জুটি মানা হয় তাদের। পাপুয়া নিউগিনির ম্যাচের মাধ্যমে অবসান ঘটল বিশ্ব ক্রিকেটের সেরা এই বোলিং জুটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link