দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট মুস্তাফিজুর রহমানের জন্য বিষাদের বিষয়। কেননা, দেশের জার্সিতে তাঁর কাটার যেন মলিন হয়ে যায়। আবার ভিন দেশী টুর্নামেন্টে গেলেই কাটারের ধার বেড়ে যায় দ্বিগুণ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন এবারের আসরে। এই মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় উপরের দিকেই আছেন দ্যা ফিজ। আর ব্যাট করেছেন গড়ে ১২.০০ স্ট্রাইক রেটে। যা কিনা অন্তত ২০ ওভার বল করা অন্যান্য বোলারদের মধ্যে সেরা। আবার ফিল্ডিয়েও দেখান তাঁর নৈপূণ্য। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাথিশা পাথিরানার বলে সুরিয়াকুমার যাদবের ক্যাচ সীমানা থেকে তালু বন্দি করে।
তাঁর ধীর গতির কাটারে কাবু হয় বিশ্বের নামি দামী সব ব্যাটার। তাঁর উইকেটগুলোর বেশির ভাগই এসেছে শেষের ওভারগুলোতে। তবে মুস্তাফিজ তাঁর বোলিংয়ে কোনো নতুনত্ব আনেননি। বরং তিনি তাঁর পুরনো ফর্মকেই ফিরিয়ে এনেছেন।
মুস্তাফিজকে নিয়ে মুখোমুখি অবস্থানে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই কর্মকর্তা। বিসিবি পরিচালক আকরাম খানের মতে মুস্তাফিজ ভিন দেশি টুর্নামেন্টে খেলাতে তাঁর অভিজ্ঞতা বাড়বে। এতে করে স্বদেশি খেলোয়াড়েরাও উপকৃত হবে। আবার, বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন ভিন্ন কথা। তাঁর মতে, মুস্তাফিজের জন্য আইপিএলে শেখার মত কিছুই নেই। বরং টানা খেলার ফলে ইনজুরিতে পড়ার শঙ্কা থেকে যায়।
এই কাটার মাস্টার সম্পর্কে আকরাম খান বলেন, ‘মুস্তাফিজ এমন এক খেলোয়াড় যা কিনা দলের উপকারেই আসে, যদি তাঁকে সঠিকভাবে ব্যবহার করা হয়। আইপিএলে সে বিভিন্ন ধরণের খেলোয়াড়দের সাথে খেলছে। তাঁর এই অভিজ্ঞতা বাংলাদেশের হয়ে সে কাজে লাগাতে পারবে।’
আবার জালাল ইউনুসের কথায় ভেসে আসে অন্য সুর। তিনি বলেন, ‘মুস্তাফিজের জন্য আইপিএল কতটা উপকারী? সেখান থেকে তাঁর শেখার মত কিছুই নেই। সত্যি বলতে, আইপিএলের খেলোয়াড়েরাই তাঁর কাছ থেকে শিখবে। বাংলাদেশের কোনো উপকারে আসবে না।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছিল দ্যা ফিজের নাম। ওয়ানডের জন্য তিনি এখন আর অটো চয়েস নন। তাঁকে টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পেতে এখন অন্যদের তুলনায় ভাল পারফরম্যান্স করতে হয়।
২০১৫ থেকে ২০২৪, এই ১০ বছরে বদলেছে সময়, সেই সাথে বদলেছে ফিজের কাটারের ধার। আগের মুস্তাফিজ আর বর্তমান মুস্তাফিজের মাঝে রয়েছে আকাশ-পাতাল তফাৎ। শুধু আইপিএলেই যেন খুঁজে পাওয়া যায় পুরনো মুস্তাফিজকে। তবে বিসিবি এই বিষয়ে একমত নয়, তাঁরা চায় কাটার মাস্টার দেশে ফিরে আসুক।
– ইএসপিএন ক্রিকইনফো অবলম্বনে