বারবার ফিরে আসা ৪৯!

ক্রিকেট এমন এক খেলা, যেখানে একটি রান কখনও কখনও রেকর্ড গড়ার চেয়ে বেশি আফসোস তৈরি করে। আইপিএলে এমনই এক সংখ্যার নাম ‘৪৯’ — যা যেন ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্ক। চলুন দেখা যাক, আইপিএলে ৪৯ রানে সবচেয়ে বেশি বার আউট হয়েছেন কারা!

ক্রিকেট এমন এক খেলা, যেখানে একটি রান কখনও কখনও রেকর্ড গড়ার চেয়ে বেশি আফসোস তৈরি করে। আইপিএলে এমনই এক সংখ্যার নাম ‘৪৯’ —যা যেন ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্ক। চলুন দেখা যাক, আইপিএলে ৪৯ রানে সবচেয়ে বেশি বার আউট হয়েছেন কারা!

এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি তিনবার ৪৯ রানে আউট হয়েছেন রোহিত শর্মা। তার এই ‘দুঃখজনক রেকর্ড’ গড়ার ম্যাচগুলো ছিল ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, ২০১১ সালে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে এবং সর্বশেষ ২০২৪ সালে, আবারও দিল্লির বিপক্ষেই। তিনটি ভিন্ন মৌসুমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোহিতের জন্য কিছুটা অস্বস্তিকরই বটে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শেষ ম্যাচে ৪৯ রানে আউট হয়ে গেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। এটা তার দ্বিতীয়বার ৪৯ রানে থেমে যাওয়া। এর আগেও ২০২১ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঠিক এই সংখ্যাতেই ফিরেছিলেন সাজঘরে।

তালিকায় এরপরেই রয়েছেন রাজস্থানের সঞ্জু স্যামসন, তিনিও দুইবার ৪৯ রানে আউট হয়েছেন। ২০১৬ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে, আর ২০১৮ সালে পুনরায় ঘটেছিল সেই একই ঘটনা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

বলা চলে, ‘৪৯’ সংখ্যাটি যেন ভারতীয় ব্যাটারদের জন্য অর্ধশতকের এক ধূসর সীমান্ত। এক রান দূরে থেকে ফিফটি না পাওয়ার কষ্ট যেমন মন ভাঙে, তেমনি ব্যক্তিগত মাইলফলক থেকে ছিটকে যাওয়া একটি ইনিংসের গুরুত্বকেও যেন কিছুটা কমিয়ে দেয়।

তবে ব্যাটারদের মাথায় হয়তো এসব পরিসংখ্যান তেমন একটা প্রভাব পড়ে না। দিনশেষে ব্যক্তিগত অর্জনের থেকে দলের জয়টাই তো মুখ্য বিষয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link