আইপিএল ২.০

এখান থেকেই কি তবে, আইপিএল ২.০ শুরু? নতুন অধিনায়কেরা কি পারবেন নতুন ঐতিহ্য গড়ে তুলতে? যদি পারেন, তবে এই ১৮ তম আসর থেকেই হয়তো শুরু হয়ে গেছে আইপিএলের দ্বিতীয় অধ্যায়।

নিষ্ঠুর পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। চিরকাল কেউ রাজত্ব করে না। ঠিক সেইভাবেই, আইপিএলের ইতিহাসে একক আধিপত্য চালানো তিন দল — চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্স —যারা ১৭ বছরে মিলে ১৩ টা ট্রফি জিতেছে, তারাও এখন যেন ছন্দ হারিয়ে ফেলেছে।

নতুন নায়কের উত্থান, পুরনোদের পতন – এই যেন আইপিএলের নিয়তি। ভারতে ক্রিকেট স্রেফ খেলার সীমারেখা পেরিয়ে একটা আবেগের নাম, একটা বিশ্বাসের নাম, আলাদা একটা ধর্মের নাম। ‘এত সিরিয়াস হওয়ার কি আছে?’ – কথাটা ভারতীয় কোনো ক্রিকেট ভক্তকে ভুলেও বলতে নেই।

সেই বিশ্বাসের ভরে আর পারফরম্যান্সের ভেলায় সিএসকে, মুম্বাই আর কেকেআর বছরের পর বছর সাফল্যের চূড়ায় থেকেছে। সেখানে তিন দলের হাতে ১৩টা ট্রফি থাকা নিছক কাকতালীয় ব্যাপার না। তবে দীর্ঘ সময়ের সেই আধিপত্য ঘিরে তৈরি হয়েছে নানা গুজব — ফিক্সিং, চক্রান্ত, চিত্রনাট্য সাজিয়ে খেলা! সত্যিই গুজব, কারণ কারও স্বপক্ষেই কোনো প্রমাণ নেই।

তবে, এখন মনে হচ্ছে, সেই গুজব আর আধিপত্য—দুটোই শেষের পথে। কারণ, চলতি আইপিএলে তিন জায়ান্টই যেন ছায়া হয়ে গেছে। সব হিসাব-নিকাশ পাল্টে দিচ্ছে আইপিএলের ১৮ তম আসর।

সময় কারো জন্য থেমে থাকে না। খেলোয়াড়দের ফর্ম থাকে, আবার তা একদিন চলে যায়। সিনিয়ররা একসময় নিজেদের জায়গা ছেড়ে দেন তরুণদের জন্য। ঠিক সেটাই এখন ঘটছে মুম্বাই, কলকাতা আর চেন্নাইয়ের সাথে। তবে সেটা হচ্ছে অনেকটা কাঁটার মধ্যে দিয়ে — প্রসেসটা মোটেই মসৃণ না।

বর্তমান পয়েন্ট টেবিলে চোখ রাখলেই স্পষ্ট হবে চিত্র। দিল্লী ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু,আর পাঞ্জাব কিংস উপরের দিকের দল। আর এই চার দলের মধ্যে গত ১৭ বছরে মাত্র একটা ট্রফি — তাও আবার সেই গুজরাট টাইটান্স পেয়েছে যারা মাত্র ৩ বছর আগে টুর্নামেন্টে পা রেখেছে!

যারা এতদিন জয় দেখে অভ্যস্ত ছিল, তাদের হঠাৎ তালিকার নিচে দেখে মনটা একটু খারাপ হতেই পারে। নতুন দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে — আর পুরোনো ‘রাজারা’ এখন অনেক পিছনে। নতুন যুগের সূচনা হয়েছে আইপিএলে। ক্রিকেট জীবনের মতই নিষ্ঠুর। এখানে কিছুই কাকতাল নয়, কিছুই চিরস্থায়ী নয়।

এখান থেকেই কি তবে, আইপিএল ২.০ শুরু? নতুন অধিনায়কেরা কি পারবেন নতুন ঐতিহ্য গড়ে তুলতে? যদি পারেন, তবে এই ১৮ তম আসর থেকেই হয়তো শুরু হয়ে গেছে আইপিএলের দ্বিতীয় অধ্যায়। এখানে নতুন নায়করা এগিয়ে আসবেন, আর ভবিষ্যতের গল্পগুলো তাদের ঘিরেই রচিত হবে।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link