মনের জটে আটক মুমিনুল?

গলের নেট থেকে বের হচ্ছেন মুমিনুল হক। চোখে মুখে ক্লান্তির ছাপ। কিন্তু, মুখে হাসি। সেই হাসির মধ্যেও একধরণের অস্বস্তি আছে। আছে একটা চাপা কষ্ট।

গলের নেট থেকে বের হচ্ছেন মুমিনুল হক। চোখে মুখে ক্লান্তির ছাপ। কিন্তু, মুখে হাসি। সেই হাসির মধ্যেও একধরণের অস্বস্তি আছে। আছে একটা চাপা কষ্ট।

সদ্যই শেষ হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১২ বার ডাকের ফাঁদে পড়েন সাবেক এই অধিনায়ক। টপ অর্ডার ব্যাটার হিসেবে এই সংখ্যাটা খুবই দৃষ্টিকটু।

যদিও, মুমিনুল রানের মধ্যে নেই – সেটা বলা যাচ্ছে না। দুই ইনিংস আগেও তাঁর একটা হাফ সেঞ্চুরি আছে। ভারতের বিপক্ষে গত সেপ্টেম্বরে কানপুরে অনবদ্য এক সেঞ্চুরিও করেন।

 

কিন্তু, ডাকের সংখ্যাটার জন্যই মুমিনুলের হাসি মলিন হয়ে যাচ্ছে বারবার। তবে ভরসার ব্যাপার হল মুমিনুল হক খেলতে নামবেন শ্রীলঙ্কার বিপক্ষে, যাদের বিপক্ষে তিনি রান পান হরহামেশাই।

শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হক টেস্টে ২১ ইনিংস খেলে রান করেছেন ১০৭০। ব্যাটিং গড় – ৫০.৯৫। আছে চারটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি। সেরা ইনিংসটা ১৭৬ রানের।

এমনকি শ্রীলঙ্কার মাটিতেও মুমিনুলের গড় প্রায় ৫০! শ্রীলঙ্কার মাটিতে এর আগে পাল্লেকেল্লেতে সেঞ্চুরি পাওয়া মুমিনুলের জন্য গলের সেঞ্চুরিটা এখনও বাকিই আছে।

সেই আক্ষেপটা চাইলে এবারই মেটাতে পারেন মুমিনুল। ঐতিহাসিক ভাবেই গলের উইকেটে প্রথম দুই-তিন দিনে প্রচুর রান হয়। সেই লক্ষ্যে নেটেও বাড়সি সময় দিচ্ছেন মুমিনুল।

কোচ সালাহউদ্দিনের সাথে আলাদা করে সময় দিচ্ছেন নেটে। যখন সবাই ফিরে যায়, তখনও অনুশীলন শেষ হয় না মুমিনুলের। মনের জট খোলার জন্য দ্বারস্থ হচ্ছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের।

এই মুমিনুলের জন্য চূড়ান্ত সফলতা কি তাহলে এখন শুধুই সময়ের ব্যাপার? গলেই কি তবে সৌরভ ছড়াবেন মুমিনুল?

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link