ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিরাপত্তা ব্যাবস্থা উন্নত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন এক উদ্যোগ। প্রথমবারের মতো আইপিএল ম্যাচগুলোতে আকাশপথ সুরক্ষিত রাখতে মোতায়েন করা হয়েছে ‘ভাজরা সুপার শট’ নামের অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম। প্রশ্ন হল, কি এই ভাজরা সুপার শট? কিভাবে কাজ করে এই প্রযুক্তি?
চেন্নাইভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বিগ ব্যাং বুম সলিউশনস প্রাইভেট লিমিটেডের (বিবিবিএস) তৈরি এই ভাজরা সুপার শট, ড্রোন শনাক্ত ও সাথেসাথেই তা নিষ্ক্রিয় করতে সক্ষম। ভজ্র সুপার শট একটি হালকা এবং বহনযোগ্য অ্যান্টি-ড্রোন সিস্টেম যা চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ড্রোন শনাক্ত করতে পারে। পাশাপাশি ড্রোনের যোগাযোগ বিঘ্নিত করে, যাতে তা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে নেমে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, আইপিএলের মতো বিশাল মাপের ইভেন্ট, যেখানে হাজার হাজার দর্শক উপস্থিত থাকেন এবং বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নেন, সেখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ইতিমধ্যেই আইপিএলে এটির ব্যাবহার শুরু করা হয়েছে । কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে ইডেন গার্ডেনসে ভজ্র সুপার শট প্রথমবারের মতো মোতায়েন করা হয় এবং এখন থেকে আইপিএলের বাকি ম্যাচগুলোতেও এটি কার্যকর থাকবে।
বিগ ব্যাং বুম সলিউশনস জানিয়েছে, তাদের তৈরি এই প্রযুক্তি জনবহুল এলাকায় ড্রোনের অপব্যবহার রোধ করতেই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ভজ্র সুপার শটের মোতায়েন দেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সক্রিয় পদক্ষেপেরও প্রতিফলন।
আইপিএল মানেই নতুন সব চমক। ক্রিকেট-কে আরও আকর্ষণীয় করতে মাঠের ভেতর যেমন তারা দারুণ সব উদ্যেগ গ্রহণ করেছে , তেমনই মাঠের বাইরেও দেখাচ্ছে প্রযুক্তির উদ্ভাবন। আর এটারই এক নতুন সংযোজন এই ভজ্র সুপার শট। তাই তো মাঠ কিংবা মাঠের বাইরে আইপিএলের এতটা জনপ্রিয়তা।












