ছক্কার নতুন রাজা পুরান

চোখে মুখে আক্ষেপের ছাপ স্পষ্ট। অবশ্য, আক্ষেপ করার কথা নয় তাঁর। আড়াইশ স্ট্রাইক রেটে ব্যাট করার পর আসলে আক্ষেপ করা মানায় না।

৩০ বলে ৭৫ রান করে ফিরে গেলেন নিকোলাস পুরান! মাথা নাড়ছেন, মিশেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন। চোখে মুখে আক্ষেপের ছাপ স্পষ্ট। অবশ্য, আক্ষেপ করার কথা নয় তাঁর। আড়াইশ স্ট্রাইক রেটে ব্যাট করার পর আসলে আক্ষেপ করা মানায় না।

যতটা আক্রমণ করা সম্ভব, সবটাই করে গেছেন পুরান। সাতটা ছক্কা হাকিয়েছেন, ছয়টি চার। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের চূড়ান্ত আগ্রাসনই দেখিয়ে গেছেন নিকোলাস পুরান। একই সাথে ছয়শ ছক্কার ক্লাবেও পৌঁছে গেছেন পুরান।

পুরান হলেন মাত্র চতুর্থ ব্যাটার, যিনি ছক্কার সংখ্যায় ৬০০ পার করলেন। এর আগে এই ক্লাবে ছিলেন তিন ক্যারিবিয়ান – কিংবদন্তি ক্রিস গেইল, কাইরেন পোলার্ড ও আন্দ্রে রাসেল। এর মধ্যে গেইল হাজারের ওপর, পোলার্ড ৯০০-এর ওপর আর আন্দ্রে রাসেল ৭০০-এর ওপর ছক্কা হাকিয়ে গেছেন।

পুরান এবারও দিল্লীর বিপক্ষে ছক্কা দিয়েই ‘ডিল’ করছিলেন। কেবল ছক্কা থেকেই করেন ৪২ রান। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন দিল্লী বোলারদের মাথায় যেন বাজ পড়ছিল। টি-টোয়েন্টিতে ২০১৩ সালে পথচলা শুরু, এরপর ৩৮৫ ম্যাচে ৮,৬৪০-এর বেশি রান, আর সেই সঙ্গে এই অবিশ্বাস্য ৬০০ ছক্কা! প্রতিপক্ষ বোলারদের জন্য আতঙ্ক হয়ে ওঠা এই ব্যাটার যে আরও বড় কিছু করতে চলেছেন এই আইপিএলেই, সেটা বলার অপেক্ষা রাখে না।

Share via
Copy link