ক্রিকেট ইতিহাসে সময়ের পরিক্রমায় অনেকেই সেরার আসনে বসেছেন। কেউ টেস্টে, কেউ ওয়ানডেতে কেউ বা আবার টি-টোয়েন্টিতে। তবে তিন সংস্করণেই নিজেদের আধিপত্য দেখিয়েছেন হাতে গোনা কিছু ক্রিকেটার। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং থেকে শুরু করে বাংলাদেশের সাকিব আল হাসানসহ এই তালিকায় কারা আছেন দেখে নেওয়া যাক।
- রিকি পন্টিং
রিকি পন্টিং— সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম এই অজি গ্রেট। ক্রিকেটের বাইশ গজে দাঁড়িয়ে অনন্য সব রেকর্ড গড়েছেন তিনি, তার মধ্যে একটি—প্রথম ব্যাটার হিসেবে তিন ফরম্যাটেই সেরার আসনে বসেছেন তিনি। ২০০৩ সালে টেস্ট, ২০০৫ থেকে ২০০৭ ওয়ানডেতে ছিলেন নম্বর ওয়ান। ২০০৫ সালের শেষ দিকে টি-টোয়েন্টিতেও নিজের নাম তুলেছেন সেরার তালিকায়।

- ম্যাথু হেইডেন
পন্টিংয়ের স্বদেশি ম্যাথু হেইডেনও আছেন এই তালিকায়। সাদা পোশাকে সেরা হয়েছেন, ওয়ানডে ক্রিকেটেও নাম লিখিয়েছিলেন সেরার তালিকায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সূচনা লগ্নে এখানেও আধিপত্য দেখিয়েছেন তিনি। তিন ফরম্যাটেই ভিন্ন ভিন্ন সময়ে এক নম্বর হওয়ার রেকর্ড গড়েছেন নামের পাশে।

- বিরাট কোহলি
আধুনিক ক্রিকেটের একছত্র সম্রাট বিরাট কোহলিও তিন সংস্করণে সেরার খেতাব অর্জন করেছেন। এমনকি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম হিসেবে এমন কৃতিত্ব গড়েছেন। ২০১৩ সালে ওয়ানডে, ২০১৪ সালে টি-টোয়েন্টি আর টেস্টে ২০১৮ সালে তালিকার শীর্ষস্থান দখল করেন এই গ্রেট ব্যাটার।

- জাসপ্রিত বুমরাহ
জাসপ্রিত বুমরাহ—বর্তমান সময়ে সেরাদেরও সেরা। একমাত্র বোলার হিসেবেও তিন ফরম্যাটে এক নম্বর হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ২০১৭-১৮ তে টি-টোয়েন্টি, ১৮-১৯ মৌসুমে ওয়ানডে এবং টেস্টে ২০২৩ থেকে এখন পর্যন্ত সেরাদের আসনেই আছেন তিনি।

- সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান অবশ্য এই তালিকায় থাকা নামগুলোর মধ্যে অনন্য। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটে এক নম্বর হওয়ার কৃতিত্ব তাঁরই আছে। শুধু তাই নয় তিনিই একমাত্র ক্রিকেটার যে কিনা একই সময়ে ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টির সেরা আসন ধরে রেখেছিলেন।

Share via:











