Social Media

Light
Dark

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ‘বাংলাদেশি’

নতুন ইতিহাস - প্রথমবারের মত কোনো বাংলাদেশি খেললেন ইংলিশ প্রিমিয়ার লিগের দলে। ইএফএল কাপে লিস্টার সিটি মাঠে নামার মধ্য দিয়ে এই কীর্তি গড়ে ফেলেন হামজা চৌধুরী।

নতুন ইতিহাস – প্রথমবারের মত কোনো বাংলাদেশি খেললেন ইংলিশ প্রিমিয়ার লিগের দলে। ইএফএল কাপে লিস্টার সিটি মাঠে নামার মধ্য দিয়ে এই কীর্তি গড়ে ফেলেন হামজা চৌধুরী।

ম্যাচে ট্রানমেরের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় লিস্টার। ম্যাচে একটা অ্যাসিস্টও করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু, ব্যাপার হল – হামজা তো সেই ২০১৫ সাল থেকে খেলছেন লিস্টারে। তাহলে এতদিন পর এসে তিনি কিভাবে প্রথম বাংলাদেশি হলেন?

হলেন কারণ, তিনি মাত্র ছয়দিন আগে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। এখন তাঁকে তাই আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশি বলা যায়। আসছে শনিবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিস্টার সিটি। সেই ম্যাচে মাঠে নামলেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার বনে যাবেন হামজা।

হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগ্রহী হামজাও। সেজন্যই তাঁর বাংলাদেশি পাসপোর্ট করানো হয়েছে। দিন ছ’য়েক আগে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন।

এর পরই থেকে ঢাকা থেকে বাফুফে যোগাযোগ করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে। হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল দলে অনুমতি হিসেবে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছে।

সেই অনাপত্তিপত্র পাওয়ার পর ফিফার ‘প্লেয়ার স্ট্যাটাস’ কমিটিতে আবেদন করতে হবে। সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই ২৬ বছর বয়সী হামজার। আপাতত সেই অপেক্ষার প্রহরই গুনছে বাংলাদেশ ফুটবল দল।

Share via
Copy link