পুরনো গল্পটাই নতুন করে লিখল ভারত। গ্যাঙনাম স্টাইল ফিরে আসল ভারতীয় দলে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গ্যাঙনাম স্টাইলে ট্রফি নিয়ে উদযাপন করেছিলেন বিরাট কোহলি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিজয়ের মুহূর্তেও সেই গ্যাঙনাম স্টাইল ফিরে আসল।
না, এবার আর দৃশ্যপটে বিরাট কোহলি নেই। তাঁর জায়গায় নেতৃত্ব দিলেন রবীন্দ্র জাদেজা। সাথে যোগ হলেন হার্ষিত রানা আর আর্শদ্বীপ সিং। দু’টো ঘটনার মধ্যে পাক্কা ১২ বছরের পার্থক্য। এক যুগের ব্যবধানে ফিরল গ্যাঙনাম। কিন্তু, বিরাট কোহলি দুই জায়গাতেই ধ্রুব।
এটা শুধু উদযাপন নয়, এটা ছিল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রতীক, এক দশক পর সেই মুহূর্তকে জীবন্ত করে তোলার পালা। ২০১৩ সালে কোহলি যেদিন গ্যাংনাম স্টাইলের সাথে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন, ঠিক সেই ট্রফির উদযাপন, সেই উল্লাস, ১২ বছর পর ফের ফিরে এল। তবে, এবার কোহলির কাঁধে নেই নেতৃত্ব, কিন্তু তাঁর ছায়া এখনো বিরাজ করছে, ধ্রুব হয়ে, সমস্ত উদযাপনের মধ্য দিয়ে।
গ্যাংনাম স্টাইলের প্রত্যাবর্তন এক যুগ পরে শুধুমাত্র ট্রফি উঁচু করার মুহূর্ত নয়, এটি ছিল ভারতের ক্রিকেট ইতিহাসে গত এক দশকের প্রাপ্তি এবং পথচলার বিজয় সংকেত। বিরাট কোহলি আজ যেখানে নেই, সেখানেও তাঁর উপস্থিতি যেন অবিকল — ক্রিকেটের মাঠে তাঁর সিগনেচার চিহ্ন রেখে গেছেন। আর তার জায়গায় দাঁড়িয়ে, জাদেজার নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা হল।