দ্বৈরথের উত্তাপ পাত্তা দেন না সুরিয়া!

ভারতের সাফল্যের চাবিকাঠি মাঠের বাইরের ঘটনাকে পাত্তা না দেওয়া। সুরিয়াকুমার যাদব এই তত্ত্বকে যেন মনে প্রাণে বিশ্বাস করেন বলেই টি-টোয়েন্টিতে একক আধিপত্য এখন তাদের। তাই ভারত-পাকিস্তানের সুপার ফোরের লড়াইয়ের আগে অধিনায়ক আবারও সে কথায় মনে করিয়ে দিলেন। বললেন, ফোন বন্ধ করে নিশ্চিন্তে ঘুমোতে যাওয়ার কথা।

ভারতের সাফল্যের চাবিকাঠি মাঠের বাইরের ঘটনাকে পাত্তা না দেওয়া। সুরিয়াকুমার যাদব এই তত্ত্বকে মনে প্রাণে বিশ্বাস করেন বলেই টি-টোয়েন্টিতে একক আধিপত্য এখন তাদের। তাই ভারত-পাকিস্তানের সুপার ফোরের লড়াইয়ের আগে অধিনায়ক আবারও সে কথায় মনে করিয়ে দিলেন। বললেন, ফোন বন্ধ করে নিশ্চিন্তে ঘুমোতে যাওয়ার কথা।

ভারত-পাকিস্তান ম্যাচ আর আগের মতো জমে না। সুরিয়াদের একচেটিয়া দাপটের সামনে বারবার মাথা নত করছে দলটা। তবে কথার লড়াইটা এখনও চলে সমান তালে। এমনকি মাঠের বাইরের নানা অযাচিত কর্মকাণ্ড বৃহৎ আকার ধারণ করে।

এসবের মাঝে মাঠের খেলাই ফোকাস রাখাটা খুব একটা সহজ ব্যাপার নয়, নিশ্চয়। তাই তো চিরপ্রতিদ্বন্দিদের দ্বৈরথ নিয়ে সংবাদ সম্মেলনে সুরিয়া বললেন তাঁর সফলতার মন্ত্রের কথা, ‘রুম বন্ধ করো, ফোন বন্ধ করো, এবং ঘুমাও। আমি মনে করি এটিই সবচেয়ে ভালো। বলা সহজ, তবে কখনও কখনও কঠিন, কারণ অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়, বাইরে ডিনারে যাওয়া হয়। এটি আপনার উপর নির্ভর করছে, আপনি কী শুনতে চান, আপনার মনে কী রাখতে চান।’

সতীর্থদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি সব ছেলেদের বলে দিয়েছি— যদি আপনি এই টুর্নামেন্টে ভালো করতে চান, এবং ভবিষ্যতেও, তবে আমাদের বাইরের অনেক শব্দ বন্ধ করতে হবে। আমি বলছি না পুরোপুরি সব এড়িয়ে যাওয়া সম্ভব, তবে আপনার জন্য যা ভালো তা নিন। কেউ কেউ ভালো পরামর্শও দিতে পারে, যা খেলার ক্ষেত্রে সাহায্য করতে পারে।’

এশিয়া কাপে ভারত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। গ্রুপ পর্বে পাকিস্তানকে রীতিমতো তুড়িতেই উড়িয়ে দেয় তারা। এমনকি দুই দলের শেষ পাঁচ ম্যাচের দেখায় ১০০ শতাংশ জয় ভারতেরই।

তাই তো পাকিস্তানকে হারালে আগের মতো আনন্দ পাওয়া যায় কি না, এমন প্রশ্নের উত্তরে সুরিয়া বলেন, ‘আমি আগের সময়টাতে খেলিনি, তাই বলতে পারবো না আগের আনন্দ আছে কি নেই।’

সুরিয়াদের কাছে বর্তমানে সব প্রতিপক্ষই সমান। বাড়তি চাপ নয়, নিজেদের সেরাটাই খেলতে হবে। এই বিশ্বাস নিয়েই পরের হাই-ভোল্টেজ ম্যাচেও হয়তো নির্ভার হয়ে খেলবে ভারত দল। দ্বৈরথের উত্তাপকে স্রেফ এড়িয়ে লক্ষ্যটা শুধুই জয়ের দিকে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link