অবশেষে পাকিস্তান পেতে যাচ্ছে তাঁদের ‘নতুন’ টি-টোয়েন্টি অধিনায়ক। আবারও বাবর আজমের হাতে উঠতে পারে পাকিস্তানের টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব। তাহলে আর নতুন হলেন কোথায়, বলা যায় হারানো পদটাই আবার ফিরে পেতে চলেছেন বাদশাহ বাবর।
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বে গভীর রাতে বসে জরুরী বৈঠক। আর সেই বৈঠকে সিদ্ধান্ত আসে বাবর আজমকে করা হবে পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। তাইতো কোনো কাল বিলম্ব না করে শনিবারই নির্বাচকরা ছুটেছেন কাকুলে।
প্রাথমিকভাবে বাবরকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বে দায়িত্ব দেয়া হতে পারে। তবে সেখানে রয়েছে বাবরের আপত্তি। তিনি দীর্ঘমেয়াদী নেতৃত্ব চান। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন যে তিনি তিন ফরম্যাটেই নেতৃত্ব দিতে আগ্রহী।
নির্বাচকরা তাঁকে রাজি করানোর সকল চেষ্টাই করবে। তাঁরা আশ্বস্ত করার চেষ্টা করবেন যে তিনি অধিনায়ক হিসেবে পূর্ণ ক্ষমতাই পাবেন। তবে এই পন্থার কিছু সমস্যাও রয়েছে। বাবর যদি তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন তবে পিসিবিকে অন্য কাউকে বেছে নিতে হবে।
ওয়ানডে বিশ্বকাপে ব্যার্থতার দায় মাথায় নিয়ে অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন বাবার আজম। ২০১৯ সালে সাদা বলের অধিনায়ক এবং ২০২০ সালে টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন বাবর। তবে দুঃখজনকভাবে তাঁর নেতৃত্বে পাকিস্তান কোনো আইসিসি শিরোপা জিততে পারেনি।
তবে আগামী রবিবারেই অধিনায়ক বিষয়ক ঘোষণা আসতে পারে পিসিবি থেকে। এই বিষয়ে আর এক মুহূর্তও দেরী করতে চায়না পিসিবি।