হলুদ জার্সি মানেই যেন পাঁচবারের চ্যাম্পিয়ন। কথাটা কিছুটা অদ্ভুত শোনালেও আদতে ঘটেছে সেটাই। ফুটবলে ব্রাজিল, আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার পর পাঁচবার শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো আইপিএলের দল চেন্নাই সুপার কিংস। এই তিন দলের মধ্যে মিল ওই একটা জায়গাতেই, তিনটি দলই পরিধান করে হলুদ রঙের জার্সি। তাই হলুদ রঙের জার্সির সাথে পাঁচ শিরোপার একটা সম্পর্ক আছে বলাই যায়।
বিশ্বকাপ ফুটবলের সফলতম দল ব্রাজিল। বিশ্ব ফুটবলে সেলেসাওরা শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে পাঁচবার। ১৯৫৮, ১৯৬২,১৯৭০,১৯৯৪ এবং সবশেষ ২০০২ সালে বিশ্বকাপের সোনালি ট্রফি নিজেদের করে নিয়েছিলো ব্রাজিল।
১৯৫৮,১৯৬২ এরপর ১৯৭০ সালে তৃতীয়বারের মত বিশ্বকাপ জিতে পুরোপুরি ভাবে সেই ট্রফি নিজেদের করে নিয়েছিলো ব্রাজিল। ব্রাজিলকে সেই তিনটি বিশ্বকাপ জিতিয়ে অমরত্ব লাভ করেছিলেন পেলে। সবশেষ ২০০২ সালে এশিয়ার মাটিতে নিজেদের পঞ্চম শিরোপা জেতে বিখ্যাত হলুদ জার্সিধারীরা।
ফুটবলে ব্রাজিলের মত ক্রিকেট বিশ্বকাপেরও পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯,২০০৩, ২০০৭ এবং সবশেষ ২০১৫ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অজিরা। একটা সময় বিষয়টা অনেকটা এমন দাঁড়িয়েছিলো যে বিশ্বকাপে অস্ট্রেলিয়া বাদে বাকি সব দেশ খেলতে নামে রানারআপ হবার জন্য।
অজিদের প্রথমবার বিশ্বকাপ এনে দিয়েছিলেন কিংবদন্তি এলান বর্ডার। এরপর ১৯৯৯ সালে অজিদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বাদ পাইয়ে দেন স্টিভ ওয়াহ। স্টিভের পর টানা দুইবার অজিদের বিশ্বকাপ শিরোপা জেতান সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং। সবশেষ ঘরের মাঠে মাইকেল ক্লার্কের নেতৃত্বে পঞ্চম শিরোপা জেতে ক্যাঙ্গারুরা। ২০২১ সালে পায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
হলুদ জার্সিধারীদের পাঁচ শিরোপা জেতার বিষয়টা মূলত আলোচনায় আসে সদ্য শেষ হওয়া আইপিএলের পর। বর্তমান ক্রিকেট বাস্তবতায় আন্তর্জাতিক সূচীতে একপ্রকার ঠাই করে নেয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসও জিতেছে পাঁচটি শিরোপা।
২০১০,২০১১,২০১৮, ২০২১ ও সবশেষ ২০২৩ সালে শিরোপা জেতে আইপিএলের হলুদ জার্সিধারীরা। চেন্নাইয়ের সবকটি শিরোপাই এসেছে মাহেন্দ্র সিং ধোনির হাত ধরে। এছাড়া দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতেছে তাঁরা।
ভারতের রাঁচিতে জন্ম নিলেও ধোনি প্রথম আসর থেকেই চেন্নাইয়ের হয়ে খেলছেন। ‘ইয়েলো আর্মি’-দের ঘরের ছেলেতে পরিণত হওয়া ধোনি পাঁচ শিরোপা জিতিয়ে চেন্নাইয়ের অপর নাম হয়ে উঠেছেন একপ্রকার।
ব্রাজিল, অস্ট্রেলিয়ার পর এবার চেন্নাইও নিজ নিজ ক্ষেত্রে পাঁচবার পড়লো শ্রেষ্ঠত্বের মুকুট। তিন অঙ্গনের আলাদা তিনটি দলের এমন মিলটা কাকতালীয়ই বলতে হবে।