বেজেছে বিদায়ের সুর, এবারই শেষ হচ্ছে ধোনি অধ্যায়!

২০২৫ সালের আইপিএলকে সামনে রেখে চেন্নাইয়ে পৌঁছেছেন ধোনি। বিশেষ সাংকেতিক চিহ্ন খচিত টি-শার্ট পরেই তিনি এয়ারপোর্ট থেকে গিয়েছেন টিম হোটেলে।

‘ওয়ান লাস্ট টাইম’ লেখা টি-শার্ট গায়ে চেন্নাইতে পা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর তাতেই ভারতের ক্রিকেট পাড়ায় বিষাদের কালো মেঘ ছেয়ে গেছে। কিন্তু আপনি হয়ত ভাবছেন, কই ধোনির টি-শার্টে তো তেমন কিছু লেখা নেই, স্রেফ কয়েকটা ডট। কিন্তু সেই ডট মিলিয়ে ফেলেছে ধোনির পাগলাটে ভক্তরা।

ডটগুলো যে সাধারণ ডট নয়। সেগুলো কোডওয়ার্ড। বিশেষ সাংকেতিক ভাষা, যার নাম ‘মোর্স কোড’। ধোনির টি-শার্টে ডটে আঁকা প্রথম লাইনের তর্জমা করলে দাঁড়ায় ওয়ান। দ্বিতীয় সারির অর্থ লাস্ট, তৃতীয় সারিতে স্থান পেয়েছে টাইম। তাইতো সবাই ধরে নিয়েছে ধোনি দিয়ে দিয়েছেন বিদায়ের এহলান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরই হতে চলেছে ধোনির ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায়। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতের ক্রিকেটাঙ্গনে। ২০২৫ সালের আইপিএলকে সামনে রেখে চেন্নাইয়ে পৌঁছেছেন ধোনি। বিশেষ সাংকেতিক চিহ্ন খচিত টি-শার্ট পরেই তিনি এয়ারপোর্ট থেকে গিয়েছেন টিম হোটেলে।

দীর্ঘ একটা ক্যারিয়ারকে পেছনে ফেলে তিনি এগিয়ে যাচ্ছেন সমাপ্তির দিকে। কতশত অর্জন তার নামের সাথে যুক্ত! আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সকল বৈশ্বিক আসরের শিরোপা জিতেছেন তিনি। ভারতের দীর্ঘদিনের শিরোপা খরা কেটেছে তার হাত ধরে।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ। তারও আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে বনে গেছেন তিনি। হলুদ রাঙা জার্সি গায়ে পাঁচবার শিরোপা উঁচিয়ে ধরেছেন গগনপানে। এছাড়াও দশবার দলকে নিয়ে গেছেন মেগা ফাইনালে।

সেসব স্মৃতিই হয়ত চোখের সামনে ভেসে উঠবে বারংবার। চিপক থেকে ওয়াংখেড়ে, ইডেন গার্ডেন্স থেকে চিন্নাস্বামী- যেখানেই ধোনি নামবেন ব্যাট কিংবা গ্লাভস হাতে, সে ভেন্যুই যেন ছেয়ে যাবে বিষাদের অদৃশ্য এক পর্দাতে। তবুও স্টেডিয়াম জুড়ে হবে গগন বিদারি চিৎকার, ‘ধোনি, ধোনি’।

Share via
Copy link