টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে ১৫ রান! এও কি সম্ভব? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসরে ঘটে গেল এই বিস্ময়কর কাণ্ড। এমন বিরল রেকর্ডের মালিক বনে গেলেন খুলনা টাইগার্সের বোলার ওশান থমাস।
২০৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান নাইম ইসলাম। কিন্তু বিধিবাম, আম্পায়ার জানিয়ে দিলেন নো বলের সিদ্ধান্ত। ব্যাস, এরপরে যেন নো বলের রীতিমতো উৎসবই শুরু করলেন এই ক্যারিবিয়ান পেসার।
ফ্রিহিটের পরের বলটাতে আবারও নো বল ৷ এবার আর সুযোগ হাত ছাড়া করেননি ‘ছক্কা নাইম’। বলকে পাঠালেন আকাশ পথে সীমানার বাইরে। ফ্রি হিট বলটাতে আউটসাইড অফে বল করতে গিয়ে করলেন ওয়াইড বল।
তার পরের বলটাও হুবহু একি ঘটনার পুনরাবৃত্তি। ফ্রি হিট তখনও বলবত, দুই ওয়াইডের পরে আবারও দিলেন নো-বল। এবারও সীমানার বাইরে পাঠালেন নাইম শেখ।
এতেই এক বলে চিটাগং কিংসের সংগ্রহ দাঁড়ালো ১৫ রানে। এখানেই যদিও থামেননি তিনি। দুইটা লিগাল ডেলিভারির পর আবারও করলেন আরেক নো বল। শেষ অবধি ওভার শেষ করতে তিনি বল করলেন মোট ১২টা!
বিপিএলে পরিবর্তন আসার কথা ছিল অনেক। কিন্তু আসলেই কি এসেছে? এই নো বল বির্তকের কি আদৌ শেষ আছে! ক্রিশমার সান্টোকি থেকে ওশান থোমাস বয়ে নিয়ে বেড়াচ্ছেন বিপিএলের ‘নো-বল ঐতিহ্য’।