মাস্টারমাইন্ড গম্ভীরের তিন চ্যালেঞ্জ

এমনিতে গম্ভীর ট্যাকটিশিয়ান হিসেবে লেটার মার্ক পাচ্ছেন। তিনি দলের মাস্টারামাইন্ড। তারুণ্য নির্ভর দল নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন।

ভারতীয় দলের সবচেয়ে বড় তারকা এখন গৌতম গম্ভীর। যদিও,  ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সাবেক এই ওপেনারের সময়কাল এখনোও পর্যন্ত রঙিন সাফল্য আর হতাশার মিশ্রণ।

২০২৪–২৫ মৌসুমের বোর্ডার–গাভাস্কার ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হলেও তার অধীনে ভারত জিতেছে দুটি বড় টুর্নামেন্ট—চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ। এর অর্থ হল, এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে তাঁর অধীনে ভারত পুরোপুরি সফল।

ভারতের সাম্প্রতিক যাত্রায় উত্থান-পতনের চিত্র স্পষ্ট। একদিকে এশিয়া কাপের শিরোপা এনে দিয়েছেন রোহিত-সুরিয়াকুমারদের দিয়ে, অন্যদিকে টেস্ট ফরম্যাটে লক্ষ্য পূরণে পারেননি গম্ভীর।

আগামীতে তার সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ— আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভারত যৌথ আয়োজক, গম্ভীরের অধীনে ভারত কি পারবে টি-টোয়েন্টি ফরম্যাটের শিরোপা ধরে রাখতে, প্রশ্ন এখন সেটাই।

একদিনের বিশ্বকাপও খুব দূরে নয়। ২০২৭ সালে ভারত ও গম্ভীরের জন্য অপেক্ষঅ করছে দু’টি চ্যালেঞ্জ। ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল কি সেগুলো জিততে পারবে, এখন সেটাই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

এমনিতে গম্ভীর ট্যাকটিশিয়ান হিসেবে লেটার মার্ক পাচ্ছেন। তিনি দলের মাস্টারামাইন্ড। তারুণ্য নির্ভর দল নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তাঁর বড় চ্যালেঞ্জ টেস্ট ক্রিকেট। সেই চ্যালেঞ্জ টপকাতে পারলেই তিনি বনে যাবেন, ভারতের ইতিহাসেরই অন্যতম সেরা কোচ।

আর ওয়ানডে বিশ্বকাপটাও নিশ্চয়ই ২০২৩-এর মত হাতছাড়া করতে চাইবে না ভারত। আফ্রিকা মহাদেশের সেই বিশ্বকাপ ভারতের জন্য বিরাট চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ভারত গত ১৪ বছর ধরে ওয়ানডের বিশ্ব শিরোপার মুখ দেখতে পাচ্ছে না।

ইতোমধ্যে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের মত অভিজ্ঞাদের ছেটে ফেলা হয়েছে। এই অবস্থায় গম্ভীরের ভারত কি পারবে ২০২৭ সালের বিশ্বকাপে নিজেদের উজার করে দিতে?

Share via
Copy link