শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন তিন ভারতীয়

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে ভারত। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচটা তাই স্রেফ নিয়মরক্ষার আয়োজন। সেই ম্যাচের আগে শোনা গেল আরেক দু:সংবাদ। অধিনায়ক রোহিত শর্মা-সহ তিনজন খেলোয়াড় থাকছেন না সেই ম্যাচে। বাকি দু’জন হলেন দীপক চাহার ও কুলদীপ সেন। দু’জনই পেসার।

চোট নিয়েও ঝড়ো ইনিংস খেললেও আঙুলের অবস্থা মোটেও ভালো নয় রোহিতের। সিরিজের শেষ ওয়ানডে খেলতে পারবেন না তিনি। তিনি ফিরে যাচ্ছেন মুম্বাইয়ে। দেশে ফিরে চোটের ধরণ আরও ভালোভাবে বুঝতে বিশেষজ্ঞ পরামর্শ নেবেন ভারত অধিনায়ক। খবরটা নিশ্চিত করেছেন খোদ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

তিনি জানিয়েছেন টেস্ট সিরিজেও রোহিতকে নিয়ে শঙ্কা আছে। বললেন, ‘রোহিত শেষ ম্যাচে থাকছে না। ওকে মুম্বাই ফিরতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, তারপর বোঝা যাবে যে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না। আমি নিশ্চিত না এখনও। আসলে এটা নিয়ে এখনই মন্তব্য করা কঠিন।’

রোহিতের ইনিংস কৃতিত্বের দাবি রাখে। আঙুলে ব্যান্ডেজ নিয়ে তিনি ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে অপারাজিত থাকেন। কারও সঙ্গ পেলে হয়ত ফলাফলটা ভিন্ন হতে পারত। রোহিতের ভূয়সী প্রশংসা করেন দ্রাবিড়।

তিনি বলেন, ‘এরকম সাহসিকতা দেখানোর ব্যাপারটি ছিল অসাধারণ। তার আঙুলে গুরুতরভাবে নড়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে সেটি ঠিক করতে হয়েছে, হাতে সেলাই দিতে হয়েছে। তারপর কয়েকটি ইনজেকশন নিয়ে পরে ব্যাটিংয়ে নেমেছে।’

দ্রাবিড় মনে করেন আঙুলে সেলাই নিয়ে ব্যাটিং নামাটা মোটেও সহজ ছিল না। তিনি বলেন, ‘এখানে পুরো কৃতিত্ব রোহিতের। সে মাঠে নামতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং দেখতে চাচ্ছিল কী হয়, সুযোগটা নিতে চাচ্ছিল। সে আমাদের যেভাবে কাছাকাছি নিয়ে গেল, দুর্দান্ত। অধিনায়কের ব্যাট থেকে এটি ছিল অসাধারণ এক ইনিংস। ওই অবস্থায় মাঠে নামার দারুণ সাহসিকতা দেখিয়েছে এবং আমাদের সম্ভাবনা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি।’

এছাড়া চোটের কারণে দুই পেসার চাহার ও কুলদিপও শেষ ম্যাচ খেলতে পারবেন না। এর মধ্যে দীপক বুধবারের ম্যাচে তিন ওভারের পরে আর বোলিং করতেই পারেননি। পরে দলের প্রয়োজনে ইনজুরি নিয়ে নামেন ব্যাট করতে। আর প্রথম ম্যাচে অভিষিক্ত পেসার কুলদীপ সেন বুধবারের ম্যাচে একাদশেই ছিলেন না। তিনিও থাকছেন না শেষ ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link