প্রিমিয়ার লিগের ত্রিমুখী লড়াই

লিভারপুল এখন টেবিলের শীর্ষ স্থানে থাকলেও সিটি যেকোনো সময়ই তাদের পূর্ব স্থান রিটেইন করতে পারে।প্রতি মৌসুমেই আমরা দেখতে পাই যে, ম্যানচেস্টার সিটি মৌসুমের শেষে এসে ঘুরে দাঁড়ায়। এবারও কি তারা পারবে? নাকি এবার ঘটতে চলেছে কোনো নতুন গল্প।

এই মৌসুমের প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং আর্সেনালের মধ্যে প্রতিযোগিতা একদম চরমে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই রোমাঞ্চকর ফুটবলের প্রদর্শনী হয়ে উঠেছে।

ম্যানচেস্টার সিটি- বর্তমান চ্যাম্পিয়ন, তাদের পরিচিত আক্রমণাত্মক খেলা এবং শক্তিশালী ডিফেন্স নিয়ে দুর্দান্তভাবে মৌসুম শুরু করে। কিন্তু আর্সেনাল, যারা গত মৌসুমে খুব কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারেনি, এবার নতুন উদ্যমে ফিরে আসে।

আর্তেতার তরুণ দলটি অভিজ্ঞতার বলে এখন পরিণত, সেই সাথে যুক্ত হয়েছে নতুন কিছু প্রতিভা। এই দুইয়ের মিশেলে আর্সেনাল হয়ে উঠেছে ভয়ংকর। তারা প্রমাণ করতে চাইছে শুধু প্রতিযোগিতা করতেই নয়, সিটির শিরোপা ছিনিয়ে নিতেও চাইছে গানার্সরা।

অন্যদিকে, ক্লপ চলে যাওয়ার পর লিভারপুলের নতুন ম্যানেজার আর্নে স্লটের নেতৃত্বে লিভারপুলও আবার আগের ছন্দ ফিরে পেয়েছে। কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট কাটিয়ে দলে ফিরেছেন এবং নতুন তারকারা দারুণ পারফর্ম করছে। তাদের প্রেসিং ফুটবল আবার ফিরে এসেছে এনফিল্ডে। আর মোহাম্মদ সালাহর মতো খেলোয়াড়দের দুর্দান্ত ফর্মে থাকার কারণে লিভারপুলও বড় হুমকি হয়ে উঠেছে।

মৌসুমের অর্ধেকের মধ্যেই প্রতিযোগিতা জমে ক্ষীর। সিটির ধারাবাহিকতা তাদের শীর্ষে রেখেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে হারের মুখোমুখি হয়েছে গার্দিওলার দল। যা তাদেরকে হয়তো অনেক ভোগাতে পারে পুরো মৌসুম জুড়ে। পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি দ্বিতীয়তে অবস্থান করছে।

অন্যদিকে, লিভারপুল তাদের এই হারকে কাজে লাগিয়ে প্রথম স্থান দখল করেছে। আর আর্সেনাল বরাবরের মতো এবারও তারা মৌসুমের প্রথম দিকে টেবিল এর শীর্ষে অবস্থান করলেও এখন তাদের বিচ্যুতি ঘটেছে। চিরায়ত ‘চোকার আর্সেনাল’।

লিভারপুল এখন টেবিলের শীর্ষ স্থানে রয়েছে বটে, কিন্তু সিটি ছেড়ে দেওয়ার পাত্র নয়। যেকোন মুহূর্তে পাশার দান পালটে যেতে পারে। গার্দিওলা জানেন ঠিক কি করে প্রত্যাশার টেবিলে পানি ঢেলে দিতে হয়। প্রতি মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি লেখে প্রত্যাবর্তনের গল্প। এবারও কি তারা পারবে ? নাকি এবার লিভারপুল লিখে ফেলবে অনবদ্য কাব্য ?

Share via
Copy link