হায়দ্রাবাদের ‘টপ ফাইভ’ দিচ্ছে সূর্যের প্রতাপ

যুদ্ধে নামার আগেই প্রতিপক্ষ চাইলে আত্মসমর্পণ করতে পারে। কোনভাবে ব্যাট হাতে বাইশ গজে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা নামলেই খেল খতম। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানের সকল রেকর্ড তাই হুমকির মুখে। এই হায়দ্রাবাদ হিংস্র হায়নার মত তীব্র রান ক্ষুধায় মত্ত্ব।

যুদ্ধে নামার আগেই প্রতিপক্ষ চাইলে আত্মসমর্পণ করতে পারে। কোনভাবে ব্যাট হাতে বাইশ গজে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা নামলেই খেল খতম। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানের সকল রেকর্ড তাই হুমকির মুখে। এই হায়দ্রাবাদ হিংস্র হায়নার মত তীব্র রান ক্ষুধায় মত্ত্ব।

রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচেই সূর্যের খুব কাছের ভয়ংকর রুপটা দেখে নিল। এক থেকে পাঁচ- কেউ এক ফোটা ছাড় দেননি রাজস্থানের বোলারদের। হায়দ্রাবাদের টপ ফাইভ রান তুলেছে নিদেনপক্ষে দুইশ স্ট্রাইকরেটে। শুরুটা করলেন অভিষেক শর্মা আর ট্রাভিস হেড মিলে।

অভিষেক দ্রুত আউট হলেও, নিজের প্রিয় মাটিতে দাঁড়িয়ে হেড তুলে নিলেন আরও একটি অর্ধশতক। মাত্র ৩১ বলে ৬৭ রান যুক্ত করলেন। গত আসরেও হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার এতটাই আগ্রাসী ছিল। এবার  আগ্রাসনের মাত্রা আরেক ধাপ বেড়েছে ঈশান কিষাণের সংযুক্তিতে।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন। ঘরের ছেলের মত তাকে ট্রিট করেছিল ফ্রাঞ্চাইজিটি। কিন্তু দিনকাল তার মোটেও ভাল যাচ্ছিল না। কোথাও শান্তি পাচ্ছিলেন না। ব্যাটে রান না এলে শান্তি আর আসে কি করে! তবে কমলা জার্সিটা গায়ে চড়ানোর পরই যেন নব সূর্যের উদয় হল। ঈশান কিষাণের ব্যাটে সেঞ্চুরি বর্ণিল চিত্র আঁকা হল। তিনি একেবারে শেষ অবধি অপরাজিতও থেকেছেন তিনি।

যেই আউট হোক না কেন, হায়দ্রাবাদের রানের গাড়ির এক্সেলেটর থেকে পা উঠবে না। কোথাও কোন ব্রেক লাগবে না। দূর্বার গতিতে সবাই ছুটে যাবে। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ফেলবে। হেডের বিদায়ের পর নিতীশ কুমার রেড্ডিও তাই কোন প্রকার লাগাম টেনে ধরলেন না। ১৫ বলে ৩০ রান তিনিও যুক্ত করলেন।

নির্ভয়ে ব্যাট চালিয়েছেন তিনি। কেননা পরে যে রয়েছে এনরিখ ক্লাসেন। প্রোটিয়া দানব এসে ঝড় তুললেন। স্রেফ ১৪ বলে ৩৪ করে তিনি আউট হলেন। এই পাঁচ জনের সম্মিলিত রান দাঁড়িয়েছে শেষ অবধি ২৬১ রান। কিষাণের ১০৬ রানে নট আউট থেকেছেন। দলের স্কোরবোর্ডে তখন রান ২৮৬ রান। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান নয় শুধু, সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ।

যার মধ্যে প্রথম পাঁচ জনের রান টপকে যাওয়া কোন এক দলের জন্যেও বেশ কষ্টসাধ্য কাজ। এবারের আইপিএল যাত্রায় সানরাইজার্স হায়দ্রাবাদ প্রায় প্রতি ম্যাচেই এই পাঁচ জনের উপর ভর করে ম্যাচ জিততে চাইবে, জিতবেও। এদেরকে আটকে রাখা যে প্রায় অসম্ভব।

Share via
Copy link