চেলসির কোচের পদে কে বসছেন? এটিই আপাতত ইংলিশ ফুটবলের সবচেয়ে আলোচিত টপিক। ইউলিয়ান নাগলম্যান, লুইস এনরিকে, রুবেন আমোরিম ও মাউরিসিও পচেত্তিনো সহ ইউরোপের বড় বড় হেভিওয়েট কোচরা চেলসি বসের চেয়ারে বসার আলোচনায় আছেন।
তবে এই তালিকায় যুক্ত হওয়া সর্বশেষ নামটাই বেশি বিস্ময়কর। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে কোচ তিতে নাকি চেলসির কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। এমন দাবীই করছে ইংলিশ গণমাধ্যম দ্যা ইন্ডিপেন্ডেন্ট।
২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেন আদেনর বাক্কি যিনি তিতে নামেই বেশি পরিচিত। ২০১৪ বিশ্বকাপে লুইস ফিলিপে স্কলারির অধীনে ভরাডুবির পর ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা। কিন্তু ব্রাজিলকে ঠিক ব্রাজিলের মত খেলাতে পারেননি কেউই। সেই জগো বানিতোর ছন্দ ফিরিয়ে আনতে দায়িত্ব দেয়া হয় তিতেকে। যিনি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ছিলেন দারুণ সফল।
ব্রাজিলের কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপে ব্যর্থ হলেও আদতে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না তিতেকে। তিতের অধীনে ব্রাজিলের খেলায় ফিরে আসে সুন্দর ফুটবলের নির্যাস। ব্রাজিলকে ২০১৯ কোপা আমেরিকাও জিতিয়েছিলেন তিতে। তবে টানা দুই বিশ্বকাপে ইউরোপীয় দলের কাছে হারের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন এই কোচ। ব্রাজিলীয়ান ক্লাব ফুটবলে তিতের মত সফল কোচ খুব কমই আছেন। সেই তিতেই এবার খালি থাকা চেলসি কোচের পদে বসার আগ্রহ প্রকাশ করেছেন।
ইংলিশ লিগে ধুঁকতে থাকা চেলসির এমন বাজে অবস্থার কারণে চাকরি যাবারই কথা ছিল কোচ গ্রাহাম পটারের। এবারের লিগে ১১ তম ম্যাচ হারের পর তাই চেলসি ম্যানেজমেন্ট আর অপেক্ষা করতে পারেনি। বরখাস্ত করেছে পটারকে। পটারের বরখাস্ত হবার পরেই ইউরোপীয় ফুটবলাঙ্গনে প্রবল আলোচনা চেলসির সম্ভাব্য কোচ নিয়ে।
দলবদলের খবরের জন্য বিশ্বব্যাপি সবচেয়ে নির্ভরযোগ্য যিনি সেই ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বায়ার্নের সাবেক কোচ ন্যাগেলসম্যানই সবচেয়ে এগিয়ে আছেন চেলসির কোচ হবার দৌড়ে। রোমানো এও জানিয়েছেন যে, চেলসি কর্তৃপক্ষের কাছে নাগালসম্যান খুব প্রিয়। এমনকি চেলসির টেকনিক্যাল ডিরেক্টর ক্রিস্টোফার ভিভেলের সাথে দারুণ সম্পর্ক আছে নাগলসম্যানের। তাই এই জার্মান কোচের সম্ভাবনাই আপাতপক্ষে বেশি বলে মনে হচ্ছে।
এছাড়াও চেলসির পছন্দের তালিকায় আছেন লুইস এনরিকে আর মাউরিসিও পচেত্তিনো। কিছুদিন আগেই ইংলিশ লিগে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন স্পেন ও বার্সার সাবেক কোচ এনরিকে। আর আর্জেন্টাইন পচেত্তিনোর ইংলিশ লিগে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় তিনিও বেশ ভালোভাবে আছেন আলোচনায়। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল কোচের দায়িত্ব নিলে পচেত্তিনোর প্রতি আগ্রহী হতে পারে রিয়ালও।
চেলসি কোচের পদটা তাই আপাতত পেন্ডুলামের মত ঝুলছে। পচেত্তিনো, এনরিকের মত হেভিওয়েটদের সাথে এখন আবার যুক্ত হয়েছে তিতের নাম। বক্সের বাইরে চিন্তা করে চেলসি এই ব্রাজিলিয়ান কোচকে নিয়োগ দিলেও অবাক হবার কিছুই থাকবে না।