সাকিব পরবর্তী যুগে, একাদশে দুই বা-হাতি স্পিনার এবারই প্রথম!

দুই দলই বুঝে ফেলেছে, মিরপুরের উইকেটে অন্তত ব্যাট হাতে ম্যাচ জয়ের সম্ভাবনা সৃষ্টি করা প্রায় দুষ্কর। বোলারদের, আরেকটু নির্দিষ্ট করে বললে স্পিনারদের উপর ভর করেই লিখতে হবে জয়ের গল্প।

প্রায় দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলের একাদশে, দুইজন বা-হাতি স্পিনার খেলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নাসুমের অন্তর্ভুক্তি বাড়িয়েছে সে সম্ভাবনা। সাকিব আল হাসান পরবর্তী যুগে এবারই প্রথম বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে দুইজন বা-হাতি স্পিনার।

২০২৪ সালে, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন দুই জন বা-হাতি স্পিনার। যাদের একজন ছিলেন তাইজুল ইসলাম। আরেকজন ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্ট ম্যাচে বাংলাদেশের দুই বা-হাতি স্পিনারের শিকার ছিল, সর্বসাকুল্যে চার উইকেট। দুই ইনিংসে তাইজুল উইকেট শূন্য ছিলেন, সাকিব বাগিয়েছিলেন চারটি। সাকিবের নির্বাসনের আগে স্রেফ একটি টি-টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশ খেলিয়েছিল দুইজন বা-হাতি স্পিনারকে।

তারপর থেকে ফরম্যাট ভেদে স্রেফ একজন স্পিনারকেই প্রাধান্য দেওয়া হয়েছিল বাংলাদেশের একাদশে। টেস্টে তাইজুল, টি-টোয়েন্টিতে নাসুম, ও ওয়ানডেতে তানভীর ইসলাম- এই ছিল বা-হাতি স্পিনারদের ফরম্যাটে ভেদে তালিকা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের মধ্যভাগে, নাসুমকে আবারও সুযোগ দেওয়া হয়েছে ওয়ানডে দলে। গেল বছরের ডিসেম্বরে শেষ ওয়ানডে খেলেছিলেন নাসুম।

অন্যদিকে সাকিব সহ দুইজন বা-হাতি স্পিনার নিয়ে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দু’জন বা-হাতি স্পিনারকে একাদশে রেখে শুরু করে মোকাবেলা। সেবার সাকিবের সঙ্গী হিসেবে একাদশে ছিলেন নাসুম আহমেদ। সেই ম্যাচে দুই স্পিনার নিদারুণ ব্যর্থ হয়েছিলেন। সাকিব একটি উইকেটের দেখা পেলেও নাসুম ছিলেন উইকেট শূন্য।

এরপর অবশ্য ২০২৪ সালের মে মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে দুইজন বা-হাতি স্পিনার একসঙ্গে খেলেছিলেন বাংলাদেশের একাদশে। সেদিন সাকিব আল হাসানের সাথে একাদশে সুযোগ পেয়েছিলেন তানভীর ইসলাম। তানভীর উইকেট শূন্য থাকলেও সাকিব ঠিকই উইকেট তুলে নিয়েছিলেন চারটি।

বেশ লম্বা বিরতি কাটিয়ে টাইগারদের একাদশে একসাথে দেখা যেতে পারে দুইজন বা-হাতি স্পিনারকে। মিরপুরের উইকেটে প্রথম ওয়ানডেতে দারুণ টার্ন হয়েছে বল। সে কারণেই বাংলাদেশ দল নিজেদের স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়িয়েছে। প্রথম ওয়ানডেতে একাদশে দুইজন পেসার থাকলেও, দ্বিতীয় ওয়ানডেতে একজন পেসারের পরিবর্তে নাসুমকে একাদশে দেখা গেলে মোটেও অবাক হওয়ার মত কিছু থাকবে না।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link