টসের মঞ্চে দুই পুরনো বন্ধু, পুরনো যুদ্ধ!

ক্রিকেট মাঠে উত্তেজনা, পরিকল্পনা আর প্রতিযোগিতা থাকবেই। কিন্তু মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যা ঠোঁটের কোণে এনে দেয় এক চিলতে হাসির খোরাক। মাঠে যখন দুই দলের অধিনায়ক টস করতে নামেন, তখন সেটা শুধু একটি নিয়মিত প্রক্রিয়াই নয়—তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে নাটক, বন্ধুত্ব আর হিউমারের এক দারুণ মিশেল।

ক্রিকেট মাঠে উত্তেজনা, পরিকল্পনা আর প্রতিযোগিতা থাকবেই। কিন্তু মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যা ঠোঁটের কোণে এনে দেয় এক চিলতে হাসির খোরাক। মাঠে যখন দুই দলের অধিনায়ক টস করতে নামেন, তখন সেটা শুধু একটি নিয়মিত প্রক্রিয়াই নয় — তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে নাটক, বন্ধুত্ব আর হিউমারের এক দারুণ মিশেল।

দিল্লি-লখনৌ ম্যাচে ঠিক এমনই এক মুহূর্তের সাক্ষী হলো আইপিএলের মঞ্চ। একদিকে দিল্লী ক্যাপিটালসের ভার এখন অক্ষর প্যাটেলের কাঁধে। অন্যদিকে, দিল্লীর পুরনো নেতা ঋষাভ পান্ত এখন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক, যাকে কিনতে দলটি ব্যয় করেছে রেকর্ড ২৭ কোটি রুপি! অথচ এই দুই ক্রিকেটার একসময় ছিলেন একসঙ্গে, এক দলে, এক ড্রেসিংরুমে। সেই পুরনো বন্ধুত্বই যেন ফিরে এলো টসের মজাদার মুহূর্তে।

টস করতে এসে দুই অধিনায়কের মধ্যকার দারুণ রসায়ন চোখে পড়লো স্পষ্টভাবে। পান্ত কয়েন ছুঁড়লেন এমন এক ভঙ্গিতে, যা দেখে ধারাভাষ্যকারও হেসে ফেললেন। আর কয়েন পড়তেই অক্ষর যেন রেডি হয়েই ছিলেন — সঙ্গে সঙ্গে বললেন, ‘ব্যাটিং, ব্যাটিং!’ যেন নিজের সিদ্ধান্ত আগেই ঠিক করে রেখেছিলেন!

কিন্তু, তারও আগে যেন অপেক্ষা করে ছিলেন পান্ত। অক্ষরের কথার প্রতিউত্তরে সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘বোলিং, বোলিং!’ এমন হালকা খোঁচা আর টাচ অব হিউমারেই মুহূর্তটা হয়ে ওঠে মজার খোড়াক, ধারাভাষ্যকাররাও তা দেখে হেসে ওঠেন।

ক্রিকেট শুধু ব্যাটে-বলের লড়াই নয়। এই খেলার সবচেয়ে বড় সৌন্দর্য্য লুকিয়ে থাকে এর পেছনের দারুণ সব মুহূর্তগুলোয়। পান্ত-অক্ষরের এই বন্ধুত্বপূর্ণ খুনসুটি যে সেটাই মনে করিয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই এই মুহূর্ত ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন, এটাই আইপিএলের আসর রঙ। কেউ কেউ লিখেছেন, বন্ধুত্ব হারায় না, শুধু জার্সি বদলায়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link