দুবের রুমালে বিভ্রান্ত জুনায়েদ! অবিশ্বাস্য স্টাম্পিং ড্রামা দুবাইয়ে

জুনায়েদ সেই লাইফ পেয়ে বেশিক্ষণ টিকতে পারেননি। দু’বল বাদেই তিনি মিড অনে দাঁড়ানো সুরিয়াকুমারের হাতে ক্যাচ তুলে দেন। সেই এক ওভারেই দুই উইকেট নেন দুবে। দুই ওভারে মাত্র চার রান দিয়ে পান দুই উইকেট। ভারতের স্পিনারদের পাশাপাশি নিশ্চয়ই তিনি নিজেও দিনটাকে মনে রাখবেন। 

অদ্ভুত, নাটকীয় আর খানিকটা বিব্রতকরও বটে — ভারতের বিপক্ষে জুনায়েদ সিদ্দিকির সেই মুহূর্তটাকে ঠিক কোন শব্দে বর্ণনা করা যায়, তা বলা মুশকিল।

দুবাইয়ে মুখোমুখি হয় ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ১৩ তম ওভারের তৃতীয় ডেলিভারিতে শিভাম দুবের শর্ট বলে বড় শট খেলতে চাইলেন জুনায়েদ। কিন্তু ব্যাটে বল লাগল না। সেই সময়ে উইকেটের পেছনে সজাগ উইকেটরক্ষক সাঞ্জু স্যামসন বল ধরে ঝটপট স্টাম্প ভেঙে দিলেন।

টিভি আম্পায়ারকে ডাকতেই ধরা পড়ল আসল সত্য। ক্রিজের বাইরে দাঁড়িয়ে ছিলেন জুনায়েদ, অথচ নিজের জায়গায় ফেরার কথাই ভুলে গিয়েছিলেন। সেই ফাঁকেই হয়ে গেল স্টাম্পিং। রিপ্লেতে দৃশ্যটা যতবার দেখানো হচ্ছিল, ততবারই বিব্রত হচ্ছিলেন ব্যাটার। ক্রিকেটে এমন শিশুতোষ ভুল বড় বেশি বেমানান।

এদিকে শিভাম দুবের ট্রাউজার থেকে ঝরে পড়া রুমালের দিকে নজর দিয়ে মনোযোগ হারানোর অভিযোগ তুললেন ব্যাটার। বিষয়টা ভারতের অধিনায়ক সুরিয়াকুমার যাদবের নজরে আনেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তাই ভারত শেষ পর্যন্ত সেই আপিল তুলে নেয়। কারণ, পুরো ঘটনাটাই আসলে দুবের ঝরে পড়া নীল রুমাল ঘিরে তৈরি হয়েছিল।

জুনায়েদের ব্যাখ্যা মেনে নিয়ে খেলার মাঠে খেলাধুলার মেজাজটাই রাখতে চাইলেন ভারতীয়রা। কিন্তু, একটা সত্য অস্বীকারের উপায় নেই—আন্তর্জাতিক মঞ্চে এমন মনোযোগ হারানো যে কোনো ব্যাটারের পেশাদারিত্বের জন্যই বড় ধাক্কা। আর জুনায়েদের জন্য সেটাই হয়ে রইল দিনের সবচেয়ে বিব্রতকর অধ্যায়।

অবশ্য, জুনায়েদ সেই লাইফ পেয়ে বেশিক্ষণ টিকতে পারেননি। দু’বল বাদেই তিনি মিড অনে দাঁড়ানো সুরিয়াকুমারের হাতে ক্যাচ তুলে দেন। সেই এক ওভারেই দুই উইকেট নেন দুবে। দুই ওভারে মাত্র চার রান দিয়ে পান দুই উইকেট। ভারতের স্পিনারদের পাশাপাশি নিশ্চয়ই তিনি নিজেও দিনটাকে মনে রাখবেন।

Share via
Copy link