প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে এসেই লজ্জার রেকর্ডের খাতায় নাম লিখালো উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বনিম্ন রানের ইনিংস এখন পূর্ব আফ্রিকার এই দেশটির দখলে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডার ইনিংস। তবে সর্বনিম্ন দলগত রানের রেকর্ডটি এতদিন ছিল একক ভাবে নেদারল্যান্ডসের দখলে। সেই ইনিংসও ছিল ৩৯ রানের। ১০ বছর পর ডাচদের রেকর্ডে ভাগ বসালো ব্রায়ান মাসাবারা।
গত ম্যাচেই পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্ব মঞ্চে প্রথমবারের মত জয়ের স্বাদ পেয়েছিল উগান্ডা। পরের ম্যাচেই খেই হারিয়ে ফেলে তাঁরা। অবশ্য প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বলে হয়তো একটু ঘাবড়ে গিয়েছিল এই পূর্ব আফ্রিকানরা।
ক্যারিবিয়ানদের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে হোচট খায় উগান্ডা। উইন্ডিজ বোলার আকিল হোসেনের কাছে অসহায় আত্মসমর্পণ করতে থাকে উগান্ডার ব্যাটাররা। তাঁকেই বিলিয়ে দেন পাঁচ-পাঁচটি উইকেট। মাত্র ৩৯ রানে গিয়ে থমকে যায় তাঁদের ইনিংস।
জুমা মিয়াগি ছাড়া উগান্ডার কোনো ব্যাটার পেরোতে পারেনি দুই অঙ্কের কোঠা। উইন্ডিজ বোলারদের বোলিংয়ে বিধ্বস্ত হয়ে যায় পুরো ব্যাটিং লাইন আপ। ঘরের মাঠে নবাগত এই দলকে যেন চেপেই ধরে ক্যারিবিয়রা।
বিশ্ব মঞ্চে উগান্ডা একদমই নতুন একটা দল। এই অপরিচিত মঞ্চে মানিয়ে নিয়েও যেন নিজেদেরকে এখনো মানিয়ে নিতে পারলো না তারা। খেলাটা যে টি-টোয়েন্টি, তাইতো কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় ম্যাচের গতিপথ।
আগামী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাড়ানো প্রত্যয়েই মাঠে নামতে হবে হবে তাঁদের । তাঁর আগে নিজেদের ভুলগুলো ঠিক করে নিতে হবে দ্রুতই। নয়তো আরো এক লজ্জার রেকর্ড নিয়ে বাড়ি ফিরতে হবে ফ্রাঙ্ক নুসুবা-আলপেশ রামজানিদের।