আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে সৈকত নতুন এক অর্জনের দুয়ারে দাঁড়িয়ে আছেন। প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক দ্বি-পাক্ষিক সিরিজে তিনি নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান-পাকিস্তান সিরিজে একটি ম্যাচে ফিল্ড আম্পায়ার ও দু’টি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। ম্যাচগুলো অনুষ্ঠিহ হবে হাম্বানটোটা ও কলম্বোতে। এর আগে এই শ্রীলঙ্কাতেই সৈকতকে দেখা গেছে ইমার্জিং এশিয়া কাপের ম্যাচেও।
শ্রীলঙ্কার মাটিতে তিনটি ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৪ ও ২৬ আগস্ট। এর মধ্যে ২৪ আগস্টের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত।
৪৬ বছর বয়সী সৈকত আম্পায়ার হিসেবে বেশ অভিজ্ঞ। ছেলেদের ক্রিকেটে তিনি ১৩ টি টেস্ট, ৮২ টি ওয়ানডে ও ৫৯ টি টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।