গরমের জন্য কলম্বোতে আম্পায়ার বদল

অ্যালেক্স ওয়ার্ফ মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তড়িঘড়ি করে ঢুকলেন তিনি, নীরবে গড়লেন নতুন ইতিহাস। 

মুশফিকুর রহিমের সাথে সাথে আম্পায়ারও চলে গেলেন সাজঘরে। মুশফিক না হয়ে আউট হয়ে ফিরলেন, কিন্তু আম্পায়ার ফিরলেন বাধ্য হয়ে।

আসলে, কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডের তীব্র গরম আর নিতে পারছিলেন না ইংলিশ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ। তাই, দিনের শেষ সেশনের প্রথম এক ঘণ্টা পরই তিনি মাঠের বাইরে চলে যান।

কলম্বোতে দিনের সর্বোচ্চ তাপমাত্র ২৯ ডিগ্রি সেলসিয়াস হলেও, বাতাসের আর্দ্রতা ৭৪ শতাংশ। ফলে, ভিনদেশি কারও এমন আবহাওয়াতে মানিয়ে নেওয়া খুব কঠিন!

তাঁর অনাকাঙ্খিত এই বিদায়ের পর তাঁর জায়গায় মাঠে নামেন লঙ্কান স্থানীয় আম্পায়ার প্রাগিথ রামবুকওয়েল্লা। তিনি ম্যাচের রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একেই সম্ভবত বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। অ্যালেক্স ওয়ার্ফের ব্যক্তিগত অসুস্থতার সুযোগে প্রথম বারের মত টেস্ট ক্রিকেটে অন ফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক হয়ে গেল রামবুকওয়েল্লার।

সাবেক উইকেটরক্ষক রামবুকওয়েল্লা এর আগে সাতটি ওয়ানডে ও ১৭ টি টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথমবারের মত টেস্ট অভিষেক হয়ে গেল তাঁর। অ্যালেক্স ওয়ার্ফ মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তড়িঘড়ি করে ঢুকলেন তিনি, নীরবে গড়লেন নতুন ইতিহাস।

Share via
Copy link