আইপিএল যাদের অপেক্ষায়

আইপিএল ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে আইপিএলে খেলার। তাই আইপিএলকে ঘিরে থাকে তুমুল উত্তেজনা। শুধুমাত্র ক্রিকেটার নয়, ক্রিকেটমোদীদের মধ্যেও থাকে তুমুল উত্তেজনা।

ইতো মধ্যে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো যেসব ক্রিকেটারদেরকে দলে রেখেছে তার তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ফ্রাঞ্চাইজিগুলো স্টিভ স্মিথ,গ্লেন ম্যাক্সওয়েল,ক্রিস মরিসের মত তারকাদেরকে ছেড়ে দিয়েছে। যেসব ক্রিকেটার এবারে নিলাম অংশ নিবেন তাদের তালিকাভুক্তি হবার শেষ সময় চার ফেব্রুয়ারি। বড় বড় তারকা ছাড়াও অনেক উঠতি তারকাও থাকবেন আইপিএলের নিলামে। ১৪ তম আইপিএলের নিলাম অতিদ্রুত সামনে ঘনিয়ে আসছে। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম।

আইপিএল হল উত্থান পতনের অনন্য এক মঞ্চ। প্রতি মৌসুমেই এখানে অনেক নতুন ক্রিকেটারের আবির্ভাব হয়। তাঁদের নিয়ে থাকে অনেক জল্পনা কল্পনা। এবারের আসরেও তেমনই কিছু ক্রিকেটারকে দেখা যেতে পারে প্রথমবারের মত। কে জানে, এরই মধ্যে হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে তাঁদের নেওয়ার জন্য ছক কষতে শুরু করেছে।

  • ডেভিড মালান

এই ইংলিশ ক্রিকেটার সাম্প্রতিক সময়ে ইংলিশদের হয়ে টি-টোয়েন্টিতে দূর্দান্ত ফর্মে আছেন। ডেভিড মালান এই মুহুর্তে আইসিসি টি-টুয়েন্টি র‍্যাংকিং এ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। তিনি ইংল্যান্ডের হয়ে খেলছেন মাত্র ১৯ টি-টুয়েন্টি। এর মধ্যেই করে ফেলেছেন ১০ টি হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাটিং গড় ৫৩.৪৩। ব্যাটিং করেন ১৪৯.৪৭ স্ট্রাইক রেটে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টির বাইরেরও তার টি-টুয়েন্টি রেকর্ড ঈর্ষণীয়। ২৩০ টি-টুয়েন্টিতে ৩৩.২৪ গড়ে  করেছেন ৬১৭৭ রান। স্ট্রাইকরেট প্রায় ১৩০। তিনি হতে পারেন আইপিএলের অন্যতম দামী ক্রিকেটার। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু,কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়েলেসের নজরে থাকবেন তিনি।

  • ঝাই রিচার্ডসন

বর্তমানে আস্ট্রেলিয়ান যেসব ফাস্ট বোলার যারা ভালো করছে তার মধ্যে তিনি অন্যতম। রিচার্ডসন ম্যাচের যেকোনো পরিস্থিতিতে বল করতে পারেন। চলমান বিগব্যাশেও দূর্দান্ত ফর্মে আছেন। ২৭ উইকেট নিয়ে চলমান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন। বিগব্যাশের এই আসরের তার বোলিং স্ট্রাইকরেট ১৪.৫৯, ওভার প্রতি রান দিয়েছেন ৭.২৩। বোলিং এর পাশাপাশি নিচের দিকে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন। ২৪ বছর বয়সী এই পেসার ইনজুরির জন্য অনেকটা সময় খেলতে পারেননি। কিন্তু এখন পারফর্ম করে সেই সময়কে পিছনে ফেলেছেন তিনি।

এইবারের আইপিএল নিলামে তার প্রতি নজর থাকবে ব্যাঙ্গালুরু,পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মত দলের। রিচার্ডসন ৫৯ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৭৬ উইকেট।

  • রসি ভ্যান ডার ডুসেন

ভ্যান ডুসেন ইতিমধ্যে জাতীয় দলের প্রধান ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই প্রোটিয়া নিজেকে একজন ধারাবাহিক ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছেন। জাতীয় দলের হয়ে দুই বছর ধরে নিয়মিত ভালো খেলছেন। এই প্রোটিয়া এখনো আইপিএলে খেলেননি। টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটিং অসাধারণ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১১১ ইনিংসে করেছেন ৩৫৭১ রান।

ব্যাটিং গড় ৩৭.৯৮ এবং স্ট্রাইক রেট ১৩১.৩৩। ভ্যান ডুসেন ব্যাটিং করতে পারেন টপ অর্ডার থেকে মিডল অর্ডারের যেকোনো স্থানে। তার এই ব্যতিক্রমধর্মীতার কারনে নজরে থাকবেন অনেকগুলো আইপিএল ফ্রাঞ্চাইজির। তার প্রতি নজর রাখবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং দিল্লী ক্যাপিটালেসর মত দলগুলো।

  • রাইলি মেরেডিথ

রিলে মেরেডিথ উদীয়মান অস্ট্রেলিয়ান পেসার। শেষ দুই বিগব্যাশ আসরে দূর্দান্ত পারফর্ম করেছেন। বিবেচনায় আছেন বিভিন্ন আইপিএল ফ্রাঞ্চাইজির। এই তরুণ পেসার হতে পারেন বিশ্বের দ্রুত গতি সম্পন্ন বোলার। মেরেডিথ নিয়মিত ১৪৫ কিমি গতিতে বল করতের পারেন।

এই আস্ট্রেলিয়ান অনেকবারই জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। কিন্তু এখনো জাতীয় দলের হয়ে খেলতে পারেননি কোনো ম্যাচ। মেরেডিথের ভিত্তি মুল্য হতে পারে ৪০ লাখ রুপি। যদি কোনো দল নিলামে তার প্রতি আগ্রহ দেখায় তাহলে তার মূল্য বেড়ে যেতে কয়েকগুণ। হায়দ্রাবাদ, রাজস্থান এবং মুম্বাইয়ের নজরে থাকবেন তিনি। কারণ তাদের পর্যাপ্ত পেসারের সংকট আছে। তাদের জন্য সর্বোত্তম উপায় হতে পারেন রিলে মেরেডিথ।

  • বেন ম্যাকডারমট

শেষ দুইমাসে বেশ ভংকর ব্যাটসম্যান হয়ে উঠেছেন বেন ম্যাকডরম্যাট। পাওয়ার হিট এবং দূর্দান্ত ব্যাটিং করছেন চলমান বিগব্যাশে। চলমান বিগব্যাশে দূর্দান্ত ব্যাটিং করে ১২ ম্যাচে করেছেন ৪০২ রান। বিগব্যাশে ব্যাটিং করেছেন প্রায় ১৪০ স্ট্রাইক রেটে। ব্যাটিং এর পাশাপাশি দলের প্রয়োজনে বলও করতে পারেন তিনি। ম্যাকডরম্যাট ৩ নম্বরে ব্যাটিং করে এনে দিতে পারেন দূর্দান্ত সূচনা।

ক্যারিয়ারে ৭৩ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ১৬৬০। গড় প্রায় ৩০, ব্যাটিং করেন ১৩০.৭ স্ট্রাইক রেটে। এই ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট নিয়ে যদি আইপিএলে দল পান তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ, এই ধরনের ব্যাটিং দিয়েই সফল হতে পারবেন আইপিএলে। তাঁকে দলে নিতে মুখিয়ে থাকবে প্রায় সব ফ্রাঞ্চাইজি।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link